মাধ্যমিক 2024 অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যাঃ কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়ে গেলো মাধ্যমিক ২০২৪ এর ফলাফল। পরীক্ষা শেষ হবার ৮০ দিনের মধ্যে ফল প্রকাশ করলো মধ্য শিক্ষা দপ্তর। এবছর প্রথম দশে রয়েছেন মোট ৫৭ জন ছাত্র-ছাত্রী। ফলাফল ভালোর খবর চারদিকে শোনা গেলেও, জানেন কি কত জন ছাত্র ছাত্রী এবার ফেল করছে। ফেলের খবর শুনলে গা শীর্ষে উঠবে। কেনোই বা এত জন ছাত্র-ছাত্রী অনুত্তীর্ণ হচ্ছে, আজকের এই প্রতিবেদনে মাধ্যমিক পরীক্ষার ২০২৪ এর ফেলের শতাংশ জানাবো। তার সঙ্গে জানাবো কত জন ছাত্র-ছাত্রী এবার পাশ করেছে।সমস্ত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন।
মাধ্যমিক 2024 অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা
এবছর লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা অনেকটা এগিয়ে গেছে। পরীক্ষা শুরু হয়েছিলো ২রা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১২ই ফেব্রুয়ারি। মোট ১১ দিন ধরে চলেছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবার প্রায় ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করলো মধ্য শিক্ষা দপ্তর। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯ লক্ষ ২৩ হাজার ১৩ জন।এর মধ্যে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী আর ১ লক্ষ ৫৭ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। অসফল পরীক্ষার্থীর হার প্রায় ১৪ শতাংশ এবং পাশের হার ৮৬.৩১ শতাংশ ।পাশের হারের ভিত্তিতে উত্তরবঙ্গের কালিম্পং প্রথম স্থানে রয়েছে, পূর্ব মেদিনীপুর দ্বিতীয় স্থান এবং কলকাতা তৃতীয় স্থানে অবস্থান করছে।
বিষয় | মাধ্যমিক 2024 অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা |
পরীক্ষার্থীর সংখ্যা | ৯ লক্ষ ২৩ হাজার ১৩ জন |
সফল পরীক্ষার্থীর সংখ্যা | ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন |
অসফল পরীক্ষার্থীর সংখ্যা | ১ লক্ষ ৫৭ হাজার ৭১৩ জন |
বোর্ডের ওয়েবসাইট | Click here |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন জানতে ক্লিক করুন