HS Result 2024 : উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে জেনে নিন

HS Result 2024:উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে এই নিয়ে শিক্ষা মহলে চলছে আলোচনা। চিন্তিত রয়েছে ছাত্র ছাত্রীরা। আর এর মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সঠিক সময়ে না বের হলে বাইরের রাজ্যে পড়তে যাবার ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কথা মাথায় রেখেই অতি দ্রুততার সাথে ফলাফল প্রকাশ করতে চলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজকের এই প্রতিবেদনে তোমাদের জানাবো HS Result 2024কবে প্রকাশিত হবে ,কিভাবে দেখতে পারবে রেজাল্ট।ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্য জানতে সম্পূর্ন প্রতিবেদনটি পড়ে নাও।

কবে বের হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2024) ?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর 90 দিনের মধ্যে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল(HS Result 2024)। কিন্তু বিগত বছরে ২০২৩ সালে ফল প্রকাশ হয়েছিল 60 দিনের মধ্যে। যেহুতু নাম্বার জমা দেবার প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সেহেতু ৯০ দিনের আগেই ফল প্রকাশ করে ফেলতে পারবে বলে আশাবাদী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

HS Result 2024উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে মে মাসে ফলাফল প্রকাশ হবে। কোন সপ্তাহে বা কোন তারিখে এর নির্দিষ্ট কোনো তথ্য সংসদের তরফ থেকে জানানো হয়নি। এর মধ্যে রয়েছে লোকসভা ভোট। এই লোকসভা ভোটের উপর পরীক্ষার ফলাফল প্রকাশের দিন অনেকাংশে নির্ভর করছে। শিক্ষক শিক্ষিকারা ইতি মধ্যেই খাতা দেখার কাজ শুরু করেছে। উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের সময় তারিখ খুব তাড়াতাড়ি সংসদ তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2024)

wbchse logo

মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সভায় বলেন যে, অতি দ্রুততার সাথে ফলপ্রকাশ হচ্ছে HS Result 2024। তারা জানিয়েছেন যে, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্প্রতি ৯০ দিনের মধ্যেই প্রকাশিত হবে। সংসদের মন্তব্য অনুযায়ী, সমস্ত প্রক্রিয়া অনলাইনের মাধমে সম্পন্ন হবে , এবং তাই ফলাফলের প্রকাশ খুব তাড়াতাড়ি হবে। গত বছর, পরীক্ষা ১৪ ই মার্চ শুরু হয়েছিল এবং ২৭ শে মার্চে শেষ হয়েছিল। ফল প্রকাশিত হয়েছিল ২৮ শে মে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছিল দু মাসের মধ্যে।

বিষয়উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
বোর্ডের নামWest Bengal Council Of Higher Secondary Education
ফলাফল প্রকাশের তারিখমে মাসের তৃতীয় সপ্তাহে
বোর্ডের ওয়েবসাইটClick Here

রেজাল্ট কিভাবে দেখতে পারবে

Students Examউচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সবার প্রথম অনলাইনের মাধ্যমে দেখা যায়।তারপর তুমি সেই রেজাল্টের হার্ড কপি হতে পাবে
অনলাইনের মাধ্যমে ফলাফল দেখা খুবই সহজ। সমস্ত ছাত্র ও ছাত্রী একই সময়ে একই সাথে ফলাফল দেখতে পারবে। “wb result nic.in” এই ওয়েবসাইটে তুমি নিজেদের রোল নাম্বার দিয়ে সাবমিট করলেই ফলাফল দেখতে পারবে। রাজ্যের সকল ছাত্র-ছাত্রীরা একই সাথে রেজাল্ট দেখছে তাই যদি তোমার রেজাল্ট না আসে তাহলে কোনও হতাশার কারণ নেই। দু একবার আবার চেষ্টা করার পর তুমি নিজেদের রেজাল্ট দেখতে পারবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এই ওয়েব সাইটের মাধ্যমে দেখতে পারবেঃ  Click Here

রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল নোটিশ

রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল নোটিশ অথবা রেজাল্ট কবে দিবে জানতে তোমাদের West Bengal Council of higher secondary education এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। সেখানে রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়া যাবে।তোমাদের প্রত্যেকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খুব ভালো হোক। তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

2024 মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে : জেনে নাও

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment