মাধ্যমিকে প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন:২০২৪ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই বছরের মাধ্যমিক ফলাফলে শীর্ষে রয়েছে কোচবিহার। কোচবিহার একটি সাংস্কৃতিক শহর, এবং এখানের ছাত্র-ছাত্রীরা প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করে থাকে।এবছরও তার ব্যতিক্রম হয়নি।এই বছরও তাদের উজ্জ্বল সাফল্যের গল্প শুনা গিয়েছে। প্রথম স্থানে রাজার শহর কোচবিহার অবস্থান করেছে। এই বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দশজনের মধ্যে ৫৭ জন রয়েছে, তার মধ্যে দুই ছাত্র কোচবিহার থেকে। এই প্রথম দশজনের মধ্যে মাধ্যমিকে প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন, যার প্রাপ্ত নম্বর হল ৬৯৩। এবং সপ্তম স্থানে অবস্থান করছে কোচবিহারের মাথাভাঙ্গ হাই স্কুলের ছাত্র আসিফ কামাল ,যার প্রাপ্ত নাম্বার ৬৮৭।
মাধ্যমিকে প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন
২ তারিখে সকাল ৯ টায় মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় অফিসিয়ালি মাধ্যমিক ২০২৪ এর ফলাফল প্রকাশ করেন। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ৯ লক্ষ ২৩ হাজার ১৩ জন। পাশের হার আগামী বছরের তুলনায় বেড়েছে, যেটি ৮৬.৩১ শতাংশ। মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন পড়াশোনায় কোনো বাধাধরা রুটিন ফলো করেননি। তার প্রিয় বিষয় অংক, জীবন বিজ্ঞান, রসায়ন, এবং পদার্থবিদ্যা।। তিনি এখন বিজ্ঞানে পড়াশোনা করতে চান। তার লক্ষ্য হলো ডাক্তার হওয়া। এই মেধাবী ছাত্র তিনটি বিষয়ে ১০০ তে ১০০ পেয়েছে। চন্দ্রচূড়ের প্রথম ভাষা ছিল বাংলা এই বিষয়ে তার প্রাপ্ত নম্বর ৯৯, দ্বিতীয় ভাষা ছিল ইংলিশ প্রাপ্ত নম্বর ৯৯, অংকে পেয়েছে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৮ এবং ভূগোলে পেয়েছে ১০০। সমস্ত বিষয়ের ভিত্তিতে তার প্রাপ্ত নম্বর ৬৯৩। তার গ্রেড AA। চন্দ্রচূড় জানিয়েছে তার এই ফলাফলের পেছনে বাবা, মা, আত্মীয় পরিজন, গৃহ শিক্ষক, স্কুল শিক্ষক সকলের অবদান অনস্বীকার্য।মাধ্যমিকে প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন বলেছে মাধ্যমিকই চূড়ান্ত নয় এর পরেও আরো পথ চলা বাকি সেই জন্য নিজেকে সার্বিক ভাবে প্রস্তুত করা তার এক মাত্র লক্ষ।
বিষয় | প্রাপ্ত নম্বর |
প্রথম ভাষা | ৯৯ |
দ্বিতীয় ভাষা | ৯৯ |
গনিত | ১০০ |
ভৌত বিজ্ঞান | ৯৭ |
জীবন বিজ্ঞান | ১০০ |
ইতিহাস | ৯৮ |
ভূগোল | ১০০ |
সর্বমোট | ৬৯৩ |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবে জানতে ক্লিক করুন
মাধ্যমিক পরীক্ষার অফিসিয়াল নোটিশ জানতে ক্লিক করুন