ভারতের 2024 সালের ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা, কে কোন মন্ত্রী দেখে নিন

 ভারতের 2024 সালের ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু লোকসভার সদস্যদের নিয়ে মন্ত্রীসভা গঠনের নির্দেশ দেন। আজকের এই প্রতিবেদনের মূল বিষয় ২০২৪ সালে গঠিত হওয়া ভারতের মন্ত্রীসভার তালিকা। এই তালিকায় ৭১ জন মন্ত্রী রয়েছেন। তাদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ই জুন মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের নিয়ে শপথ গ্রহণ করেন। সেই মন্ত্রীসভার তালিকা রাষ্ট্রপতি ভবন থেকে ১০ই জুন প্রকাশ করা হয়। সেই তালিকার PDF লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই PDF ডাউনলোড করে নিতে পারবে।

ভারতের 2024 সালের ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা

আমরা প্রত্যেকেই জানি ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মন্ত্রিসভা গঠনের তার সিদ্ধান্তই শিরোধার্য। প্রধানমন্ত্রীর ক্ষমতা এতটাই যে তিনি চাইলে যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা।গুরুত্বপূর্ণ যে কোনো বিল পাশ করানোর দায়িত্ব তার ওপরেই থাকে।আজকের এই প্রতিবেদনে ২০২৪ সালে গঠিত মন্ত্রিসভার তালিকা তুলে ধরবো। এই তালিকা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই তালিকার PDF ডাউনলোড লিঙ্ক সবার নিচে রয়েছে।

প্রধানমন্ত্রী( PRIME MINISTER)

প্রধানমন্ত্রীর নামপোর্টফোলিও
নরেন্দ্র মোদীপ্রধানমন্ত্রী,কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয় ,পারমাণবিক শক্তি বিভাগ,মহাকাশ বিভাগ,সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয়, অন্য সব পোর্টফোলিও যা কোনো মন্ত্রীর কাছে বরাদ্দ নেই

ভারতের 2024 সালের ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা(CABINET MINISTERS)

মন্ত্রীর নামকার্য বিভাগ
শ্রী রাজনাথ সিংপ্রতিরক্ষা মন্ত্রী
শ্রী অমিত শাহস্বরাষ্ট্র মন্ত্রী, এবং সহযোগিতা মন্ত্রী
শ্রী নিতিন জয়রাম গড়করিসড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী
শ্রীমতী নির্মলা সীতারমনঅর্থমন্ত্রী, এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী
শ্রী শিবরাজ সিং চৌহানকৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী
ডাঃ সুব্রহ্মণ্যম জয়শঙ্করপররাষ্ট্রমন্ত্রী
শ্রী মনোহর লালগৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী
শ্রী জগৎ প্রকাশ নাড্ডাস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী; এবং রাসায়নিক ও সার মন্ত্রী
শ্রী এইচডি কুমারস্বামীভারী শিল্প মন্ত্রী; এবং ইস্পাত মন্ত্রী
শ্রী পীযূষ গয়ালবাণিজ্য ও শিল্পমন্ত্রী
শ্রী ধর্মেন্দ্র প্রধানশিক্ষামন্ত্রী
শ্রী জিতন রাম মাঞ্জিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী
শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিংপঞ্চায়েতি রাজ মন্ত্রী; এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী
শ্রী সর্বানন্দ সোনোয়ালবন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রী
ডাঃ বীরেন্দ্র কুমারসামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী
শ্রী কিঞ্জরাপু রামমোহন নাইডুবেসামরিক বিমান পরিবহন মন্ত্রী
শ্রী প্রলাহাদ জোশীভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী ; এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী
শ্রী জুয়াল ওরামআদিবাসী বিষয়ক মন্ত্রী
শ্রী গিরিরাজ সিংবস্ত্রমন্ত্রী
শ্রী অশ্বিনী বৈষ্ণবরেলমন্ত্রী; তথ্য ও সম্প্রচার মন্ত্রী; এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী
শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়াযোগাযোগ মন্ত্রী ; এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী
শ্রী ভূপেন্দর যাদবপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি মন্ত্রী ; এবং পর্যটন মন্ত্রী
শ্রীমতী অন্নপূর্ণা দেবীমহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী
শ্রী কিরেন রিজিজুসংসদ বিষয়ক মন্ত্রী ; এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী
শ্রী হরদীপ সিং পুরীপেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী
ডাঃ মনসুখ মান্ডাভিয়াশ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ; এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী
শ্রী জি কিশান রেড্ডিয়লা মন্ত্রী ; এবং খনি মন্ত্রী
শ্রী চিরাগ পাসওয়ানখাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী
শ্রী সি আর পাতিলজলশক্তি মন্ত্রী

প্রতিমন্ত্রীর তালিকা (MINISTERS OF STATE স্বাধীন দায়িত্ব)

মন্ত্রীর নামকার্য বিভাগ
রাও ইন্দ্রজিৎ সিংপরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব);পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব): এবং,সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ডাঃ জিতেন্দ্র সিংবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); ভূ বিজ্ঞান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী; কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; পরমাণু শক্তি বিভাগের প্রতিমন্ত্রী; এবং মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী
শ্রী অর্জুন রাম মেঘওয়ালআইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রী যাদব প্রতাপরাও গনপতরাওআয়ুষ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
শ্রী জয়ন্ত চৌধুরীদক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রীর তালিকা (MINISTERS OF STATE)

মন্ত্রীর নামকার্য বিভাগ
শ্রী জিতিন প্রসাদবাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রী শ্রীপদ ইয়েসো নায়েকবিদ্যুৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী; এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
শ্রী পঙ্কজ চৌধুরীঅর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো
শ্রী কৃষাণ পালসমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো
শ্রী রামদাস আটওয়ালেসামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড
শ্রী রাম নাথ ঠাকুরকৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড
শ্রী নিত্যানন্দ রায়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড
শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেলস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী
শ্রী ভি সোমান্নাজলশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ডাঃ চন্দ্র সেখর পেমমাসানিপল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
প্রফেসর এসপি সিং বাঘেলমৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী
সুশ্রী শোভা করন্দলাজেক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রী কীর্তিবর্ধন সিংপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রী বি এল ভার্মাভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
শ্রী শান্তনু ঠাকুরবন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো
শ্রী সুরেশ গোপীপেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী
ড. এল. মুরুগানতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রী অজয় তমতাসড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো
শ্রী বন্দী সঞ্জয় কুমাররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড
শ্রী কমলেশ পাসোয়ানপল্লী উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড
শ্রী ভগীরথ চৌধুরীকৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড
শ্রী সতীশ চন্দ্র দুবেকয়লা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী; এবং খনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রী সঞ্জয় শেঠপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো
শ্রী রবনীত সিংখাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রী দুর্গাদাস উইকেউপজাতি বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী
শ্রীমতী রক্ষা নিখিল খাডসেযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো
শ্রী সুকান্ত মজুমদারশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী; এবং উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
শ্রীমতী সাবিত্রী ঠাকুরমহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো
শ্রী তোখন সাহুআবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড
শ্রী রাজ ভূষণ চৌধুরীজলশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো
শ্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মাভারি শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং ইস্পাত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রী হর্ষ মালহোত্রাকর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রীমতী নিমুবেন জয়ন্তীভাই বামহানিয়াভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড
শ্রী মুরলীধর মহলসমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্রী জর্জ কুরিয়ানশ্রী জর্জ কুরিয়ান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রকের প্রতিমন্ত্রী
শ্রী পবিত্র মার্গেরিতাপররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; এবং বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

ভারতের 2024 সালের ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা PDF

ভারতের নব নির্বাচিত মন্ত্রীসভার তালিকার PDF ফাইল নিচে দেওয়া আছে। নিচে click here অপশনে ক্লিক করে Download করে নিন। এই PDF ফাইল থেকে তোমরা ভারতের 2024 সালের ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা জানতে পারবে এবং কোন মন্ত্রী কোন বিভাগের দায়িত্ব পেলেন তাও জানতে পারবে।

বিষয়ভারতের 2024 সালের ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা
PDF DOWNLOADClick here 

West Bengal Gram Panchayat Previous Year Question Paper: Click here 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment