স্বাস্থ্য সাথী কার্ডে নিয়ম বদল।স্বাস্থ্য সাথীর বিলে অনিয়ম ঠেকাতে এবার নতুন উদ্যোগ নিলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। বেশ কিছু বেসরকারি হাসপাতালের অসাধু ব্যবসায়ী স্বাস্থ্য সাথী কার্ডের বিনিময়ে অতিরিক্ত টাকা উপার্জন করছে। এ ধরনের অনিয়ম রোধ করতে নতুন পদক্ষেপ নিতে চলছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আজকের প্রতিবেদনে আমরা স্বাস্থ্য সাথী কার্ডে নিয়ম বদল নিয়ে স্বাস্থ্য দপ্তরের যে নতুন নির্দেশিকা জারি হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
স্বাস্থ্য সাথী কার্ডে নিয়ম বদল!কি এই নতুন নিয়ম?
স্বাস্থ্য সাথী প্রকল্পে নিয়ম বদল করা হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে কোনো রোগী ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে। তা পর্যালোচনা করার পরই বিলের টাকা মঞ্জুর করবে রাজ্য সরকার। এছাড়াও, স্বাস্থ্য দপ্তরের এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, জেনারেল সার্জারি এবং স্ত্রীরোগ সংক্রান্ত অপারেশনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদল করা হয়েছে। যে অপারেশনের জন্য রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, শুধুমাত্র তার প্যাকেজের টাকাই দেবে রাজ্য সরকার। রোগীর অন্য কোনো শারীরিক সমস্যা ধরা পড়লে এবং সেই জন্য অন্য একটি অপারেশনের দরকার পড়লে মিলবে না বাড়তি টাকা। সরকারের পক্ষ থেকে নতুন রোগের অপারেশনের টাকা বরাদ্দ করা হবে না। নিয়ম না মানলে সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতালকে জরিমানা করা হতে পারে।
মাধ্যমিক পাশে পোস্ট অফিসে বিপুল সংখ্যক শুন্য পদে কর্মী নিয়োগঃ Click here
কেনো এই পদক্ষেপ নিচ্ছে সরকার? হঠাৎ কেনো এই পরিবর্তনের প্রয়োজন হলো? স্বাস্থ্য দপ্তরের সূত্রে দাবি, বেশ কিছু বেসরকারি হাসপাতাল অসাধু উপায় অবলম্বন করে স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা আদায় করছিলো বলে অভিযোগ উঠেছে। এধরণের খবর সামনে আসার পরেই এই নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে।
স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট: Click here
বর্তমানে জুলাই মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? জুলাই মাসের সেরা ৬ টি চাকরি: Click here