CID Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য সুখবর! রাজ্যের CID দপ্তরে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। যার আবেদন প্রক্রিয়া চলছে এবং তা শেষ হবে আগামী ১০ই আগস্ট ২০২৪। যেসব প্রার্থী ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কাজ করতে ইচ্ছুক, তারা ১০ই আগস্টের আগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি যোগ্যতা প্রয়োজন এবং CID দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
আলোচ্য বিষয়
Toggle
রাজ্যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে নিয়োগ(CID Recruitment 2024)
রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় মোট নয়টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাঁরা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আবেদনের শেষ তারিখ ১০.০৮.২০২৪। এই চাকরিতে আবেদন করতে কোনো আবেদন ফি লাগবে না।
বিষয় | CID Recruitment 2024 |
মাসিক বেতন | ১ লক্ষ ৫০ হাজার টাকা |
মোট শূন্য পদ | ৯ টি |
আবেদনের শেষ তারিখ | ১০ই আগস্ট ২০২৪ |
শিক্ষাগত যোগ্যতা
- যে সমস্ত প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট / এম. টেক, বা বিসিএ / এমসিএ বা আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
- ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন যেমন GASF, IACIS সার্টিফাইড মোবাইল ডিভাইস এক্সামিনার (ICMDE), CHFI বা অন্য সমমানের সার্টিফিকেশন থাকতে হবে।
CID West Bengal Recruitment 2024 কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?
পদের নাম | শূন্যপদ |
মোবাইল ফরেনসিক এক্সপার্ট | ০২টি শূন্যপদ |
নেটওয়ার্ক ফরেনসিক এক্সপার্ট | ০১টি শূন্যপদ |
ম্যালওয়্যার ফরেনসিক এক্সপার্ট | ০১টি শূন্যপদ |
ক্লাউড ফরেনসিক এক্সপার্ট | ০২টি শূন্যপদ |
ক্রিপ্টো অ্যানালিস্ট | ০১টি শূন্যপদ |
ডিস্ক ফরেনসিক এক্সপার্ট | ০২টি শূন্যপদ |
আবেদন পদ্ধতি
- আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে অফিসিয়াল ওয়েবসাইটে যান (https://recruitment-cidwb.in/application/form)।
- নিজের নাম, ঠিকানা, এবং কোন পোস্টের জন্য আবেদন করছেন তা বেছে নিন।
- প্রয়োজনীয় নথি যেমন পাসপোর্ট সাইজের ছবি,আধার কার্ডস্বাক্ষর আপলোড করুন।
- আপলোড করা সমস্ত তথ্য এবং নথি পুনরায় একবার চেক করে নিন।
- সমস্ত তথ্য সঠিক হলে সাবমিট অপশনে ক্লিক করুন।
ব্যবসা করার জন্য লোন চাই?প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন আপনার জন্য সঠিক অপশন হতে পারে!কিভাবে পাওয়া যাবে মুদ্রা লোন বিস্তারিত জানুন: Click here
প্রয়োজনীয় ডকুমেন্টস
প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, আধার কার্ডের কপি, শেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
মাসিক বেতন
যে সমস্ত প্রার্থী এই চাকরিতে নিযুক্ত হবেন তাদের প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
CID Recruitment 2024 গুরুত্বপূর্ণ লিঙ্ক:
যে সমস্ত প্রার্থী ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আবেদন করতে ইচ্ছুক তারা ১০/০৮/২০২৪, সন্ধ্যা ৬.০০ টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করুন।
অফিসিয়াল ওয়েবসাইট | Click here |
অফিসিয়াল নোটিশ | Download |
আবেদনের লিঙ্ক | Click here |
ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং! ১,৫০০ স্নাতক পাশ তরুণ-তরুণীকে ট্রেনিং দেওয়া হবে: Click here