রাজ্য জুড়ে কয়েক হাজার আসনে ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষে

ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষেঃরাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকতার পদে যুক্ত হতে ইচ্ছুক, তাদের জন্য সুখবর।যে কোনো প্রাইমারি স্কুলে শিক্ষকতার পদে যুক্ত হতে গেলে ডি.এল.এড ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আর এই ডি.এল.এড এর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা এই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি.এল.এড) আবেদন করতে পারবে। ২০২৪-২৬ শিক্ষাবর্ষে যারা এই কোর্সে আবেদন করতে চান, তারা দ্রুত আবেদন করে ফেলুন। আবেদনের শেষ তারিখ ৩১ শে মে, ২০২৪। আজকের এই প্রতিবেদনে আমারা ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষে আবেদনের সম্পর্কে বিস্তারিত জানবো। সমস্ত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন।

ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষে

বিষয়ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষে
আবেদনের যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাশ
আবেদন শুরু১৬/০৫/২০২৪
আবেদনের শেষ তারিখ৩১/০৫/২০২৪
আবেদন ফি৫০০/৭৫০/১০০০

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনপ্রাপ্ত এবং এনসিটিই কর্তৃক স্বীকৃত ডি.এল.এড কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি.এল.এড) কোর্সের মেয়াদ দুই বছর এবং এটি প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে শিক্ষকতার ক্ষেত্রে আবশ্যিক প্রশিক্ষণ হিসেবে বিবেচিত। এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই কোর্সে আবেদনের লিঙ্ক, অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া আছে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা:

  1. মোট অন্তত ৫০ শতাংশ (তফসিলি, ও.বি.সি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ) নম্বরসহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
  2. প্রার্থী যে-মাধ্যমে প্রশিক্ষণ নিতে চান, সেই ভাষাটি উচ্চমাধ্যমিকে অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে।
  3. দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি পড়া বাধ্যতামূলক।
  4. বয়স ১-৭-২০২৪ তারিখে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
  5. প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষে

ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষে আবেদন পদ্ধতি

  • অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে।(link: Click here)
  • লিঙ্কে ক্লিক করুন এবং আবেদনের সাইটে পৌঁছান।
  • আপনার নাম, বাবার নাম, আধার নম্বর, ঠিকানা, ইত্যাদি যেকোনো প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
  • নিজের উচ্চ মাধ্যমিকের বিষয়গুলি সহ প্রাপ্ত নম্বর সঠিকভাবে প্রদান করুন।
  • আপনার পছন্দ মত জেলা থেকে সরকারি বা বেসরকারি কলেজ বেছে নিন।
  • সর্বশেষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন এবং সাইজ সীমা(200 kb) মেনে চলুন (যেমন: প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ফটো, ইত্যাদি)।
  • অনলাইন আবেদন করা যাবে ৩১ মে, ২০২৪ পর্যন্ত।

এই ধাপগুলি অনুসরণ করে আপনি সঠিকভাবে আবেদন পূর্ণ করতে পারবেন।

ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪ প্রয়োজনীয় নথি:

  • প্রার্থীর ফটো
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল)
  • উচ্চমাধ্যমিকের মার্কশিট
  • কাস্ট ও ও.বি.সি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • প্রাক্তন সমরকর্মীদের জন্য যথাযথ সার্টিফিকেট
  • ডোমিসাইল সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • প্রার্থীর আধার কার্ড

ডি.এল.এড কোর্সে আবেদনের ফি:

  • সাধারণ প্রার্থীদের জন্য ১,০০০ টাকা
  • তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য ৫০০ টাকা
  • ও.বি.সি প্রার্থীদের জন্য ৭৫০ টাকা

অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে জমা দেওয়ার পর পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

বিষয়ডি.এল.এড কোর্সে ভর্তি ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষে
অফিসিয়াল ওয়েবসাইটClick here
আবেদনের লিঙ্কClick here
অফিসিয়াল নোটিশClick here

পঞ্চায়েতে ৬৬৫২ শুন্যপদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে জানুন বিস্তারিতঃ Click here

প্রশিক্ষণের বিবরণ:

  • পর্যায়: ২০২৪-২০২৬ শিক্ষা বর্ষ
  • সময়সীমা: দুই বছর
  • কোর্স: D.El.Ed.
  • উপস্থিতির মোড: নিয়মিত/সরাসরি

আবেদন পত্র গৃহীত হবে ১৬/০৫/২০২৪ থেকে ৩১/০৫/২০২৪ পর্যন্ত।

“পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট: নির্ভরযোগ্য সঞ্চয়ের প্রতিষ্ঠান,জানুন বিস্তারিতঃ Click here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment