পশ্চিমবঙ্গের সেরা ৫ টি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ!এখনই আবেদন করুন

 বেসরকারি স্কলারশিপের তালিকা ২০২৪ঃ প্রিয় ছাত্র ছাত্রী,শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষ। নতুন শিক্ষাবর্ষ শুরু হবার সাথে সাথেই ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কলারশিপে আবেদন করার প্রবণতা দেখা যায়। একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর প্রায় সব শ্রেণীর ছাত্র-ছাত্রীই বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কলারশিপে আবেদন করে থাকেন।আজকের এই প্রতিবেদনে তোমাদের এমন কয়েকটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপের সম্বন্ধে বলবো, যার মাধ্যমে তোমরা ১০,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারো। সেই সমস্ত স্কলারশিপের আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে এই প্রতিবেদনেই। এই লিঙ্কের মাধ্যমে তোমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবে।


আগস্ট মাসের সরকারি চাকরির তালিকা!বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে? জেনে নিন: Click here

 

বেসরকারি স্কলারশিপের তালিকা 

ছাত্র ছাত্রীদের সুবিধার্থে পড়াশোনায় যাতে কোনো আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে না দাঁড়ায় সেই কথা মাথায় রেখে বিভিন্ন বেসরকারি কোম্পানি স্কলারশিপের আয়োজন করে থাকে। আজকের এই প্রতিবেদনে ৫টি জনপ্রিয় স্কলারশিপ নিয়ে আলোচনা করবো যার আবেদন প্রক্রিয়া চলছে।। আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে চেক করে বিস্তারিত জেনে আবেদন করুন। 


লাইফস গুড’ স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪

লাইফস গুড’ স্কলারশিপ প্রোগ্রাম  এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।যা অর্থনৈতিকভাবে দুর্বল এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে। এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে স্নাতক এবং স্নাতকোত্তর (PG) কোর্সে অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা আর্থিক সাহায্য পেয়ে থাকে।


সংস্থাএলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তরের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন।
ন্যূনতম নম্বর৬০%
পরিবারের বার্ষিক আয়৮ লক্ষ টাকা
আবেদনের শেষ তারিখ২৭ শে আগস্ট
সাহায্যের পরিমাণসর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত
আবেদনের লিঙ্ক Apply Now

মোহন টি আদভানি সেন্টেনিয়াল স্কলারশিপ প্রোগ্রাম

মোহন টি. আদভানি সেন্টেনিয়াল স্কলারশিপ প্রোগ্রাম ব্লু স্টার ফাউন্ডেশনের একটি মুখ্য উদ্যোগ। এই প্রোগ্রামের উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা, যারা ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের স্নাতক এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চান। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র ছাত্রীরা সর্বাধিক ৭৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন।


সংস্থাব্লু স্টার ফাউন্ডেশন
যোগ্যতাইঞ্জিনিয়ারিং,আর্কিটেকচার ডিগ্রী,ডিপ্লোমা
ন্যূনতম নম্বর৭৫% নম্বর থেকে ৮০% নম্বর
পরিবারের বার্ষিক আয়৬ লক্ষ টাকা
আবেদনের শেষ তারিখ২০ ই আগস্ট
সাহায্যের পরিমাণসর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বাধিক ৭৫ হাজার টাকা পর্যন্ত
আবেদনের লিঙ্ক Apply Now

কোটাক কন্যা স্কলারশিপ প্রোগ্রাম

কোটাক কন্যা স্কলারশিপ কোটাক মহিন্দ্রা গ্রুপ এবং কোটাক এডুকেশন ফাউন্ডেশনের একটি যৌথ প্রকল্প, যা আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী মেয়েদের উচ্চ শিক্ষার জন্য সহায়তা প্রদান করে।এই স্কলারশিপের মাধ্যমে, ক্লাস ১২ পাস করা মেয়েরা যারা স্নাতক কোর্সে ভর্তি হতে চান, , তাদের শিক্ষার ব্যয় হিসেবে সর্বাধিক  ১.৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক স্কলারশিপ প্রদান করা হবে।


সংস্থাকোটাক মহিন্দ্রা গ্রুপ এবং কোটাক এডুকেশন ফাউন্ডেশন
যোগ্যতাস্নাতক,ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিডিএস, ইন্টিগ্রেটেড ,এলএল বি, বি. ফার্মাসি, বি.এসসি. নার্সিং ইত্যাদি
ন্যূনতম নম্বর৭৫% নম্বর
পরিবারের বার্ষিক আয়৩ লক্ষ ৬০ হাজার টাকা বা তার কম
আবেদনের শেষ তারিখ১৫ ই আগস্ট
সাহায্যের পরিমাণ৩০ হাজার টাকা
আবেদনের লিঙ্ক Apply Now

টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ প্রোগ্রাম

 টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ প্রোগ্রাম Tata Capital Limited-এর একটি উদ্যোগ যা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান করে । এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ক্লাস ১১ ও ১২-এর ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ স্নাতক, ডিপ্লোমা, বা পলিটেকনিক কোর্সের ছাত্রছাত্রীদের এককালীন ১০,০০০ থেকে ১২০০০ টাকা পাবে।


সংস্থাTata Capital Limited
যোগ্যতাক্লাস ১১ ও ১২, স্নাতক, ডিপ্লোমা বা পলিটেকনিক
ন্যূনতম নম্বর৬০%
পরিবারের বার্ষিক আয়২.৫ লক্ষ টাকা বা তার কম
আবেদনের শেষ তারিখ১৫ ই সেপ্টেম্বর
সাহায্যের পরিমাণ১০ হাজার থেকে ১২ হাজার টাকা
আবেদনের লিঙ্ক Apply Now

টাটা স্কলারশিপে আবেদন করলেই পাবেন ১২,০০০ টাকা। TAtA Scholarship 2024, আবেদন পক্রিয়া চলছে: Click here 


HDFC ব্যাংক ECSS প্রোগ্রাম

HDFC ব্যাংকের ECSS প্রোগ্রাম হল HDFC ব্যাংকের একটি সামাজিক উদ্যোগ। যা দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে। এই স্কলারশিপের লক্ষ্য হল স্কুল, ডিপ্লোমা, ITI, পলিটেকনিক, স্নাতক এবং স্নাতকোত্তর অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে।এই প্রোগ্রামের মাধ্যমে, ছাত্রছাত্রীদের শিক্ষাগত খরচ পূরণে সর্বাধিক ৭৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।


সংস্থাHDFC ব্যাংক
যোগ্যতাস্কুল, ডিপ্লোমা, ITI, পলিটেকনিক, স্নাতক এবং স্নাতকোত্তর
ন্যূনতম নম্বর৫৫% নম্বর
পরিবারের বার্ষিক আয়২.৫ লক্ষ বা তার কম
আবেদনের শেষ তারিখ৪ ই সেপ্টেম্বর
সাহায্যের পরিমাণ৩৫,০০০ থেকে ৭৫,০০০ টাকা
আবেদনের লিঙ্ক Apply Now

Beti Padao Scholarship:ছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ,বছরে ১২,০০০ থেকে ৫০,০০০ টাকা সাহায্য: Click here 

এরকম আরো বেসরকারি স্কলারশিপের খবর জানতে নজর রাখুন এই ওয়েবসাইটে: Click here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment