বিষয় | Beti Padao Scholarship |
অর্থের পরিমাণ | সর্বোচ্চ ৫০,০০০ টাকা |
আবেদনের শেষ তারিখ | ৩১/০৮/২০২৪ |
যোগ্যতা | ৬০ শতাংশ নম্বর |
Free Government Internship 2024:ছাত্র ছাত্রীদের জন্য মাসে ১৫০০০ টাকায়: Click here
আলোচ্য বিষয়
ToggleArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship
কোর্স ও শ্রেণী ভিত্তিক আর্থিক সাহায্যের পরিমাণ
এই স্কলারশিপ নবম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা কোনো কোর্সে অধ্যয়নরত ছাত্রীরা বছরে ১২,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকে। কোন শ্রেনী বা কোর্সে কত টাকা সাহায্য পায় ছাত্রীরা তার তালিকা-
কোর্স ও শ্রেণী | আর্থিক সাহায্যের পরিমাণ |
নবম শ্রেণী | ১২,০০০ টাকা |
দশম শ্রেণী | ১২,০০০ টাকা |
একাদশ ও দ্বাদশ | ১৫,০০০ টাকা |
B. E/B.Tech | ৫০,০০০ টাকা |
স্নাতক | ৪০,০০০ টাকা |
মেডিকেল | ৫০,০০০ টাকা |
সমস্ত ফুল টাইম প্রফেশনাল কোর্স | ৩০,০০০ টাকা |
ডিপ্লোমা | ২০,০০০ টাকা |
আই টি আই | ১০,০০০ টাকা |
রাজ্যস্তর খেলোয়াড় ও কেন্দ্রস্তর খেলোয়াড় | ৫০,০০০টাকা |
আবেদনের যোগ্যতা
“Beti Padao Scholarship” আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাসমূহ থাকতে হবে:
- বিগত পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
- এই স্কলারশিপ শুধুমাত্র মেয়েদের জন্য। তাই শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবেন।
- পারিবারিক বাৎসরিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
- ছাত্রীদের অবশ্যই পরবর্তী শ্রেণীতে ভর্তি হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- পরিচয় প্রমাণ পত্র (আধার কার্ড, ভোটের কার্ড)
- ঠিকানার প্রমাণ পত্র
- সর্বশেষ পরীক্ষার মার্কশিট
- ইনকাম সার্টিফিকেট
- ব্যাংকের পাশ বুকের প্রথম পাতার ছবি
- নতুন শ্রেণীতে বা কোর্সে ভর্তির রসিদ
আবেদন পদ্ধতি
“Beti Padao Scholarship” আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে ।
- সবার প্রথমে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (লিঙ্ক নিচে দেওয়া আছে)
- লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর “Browse available schemes” অফশনে ক্লিক করো।
- সেখানে বিভিন্ন বিভাগের “Beti Padao Scholarship” লিঙ্ক দেখতে পাবে।
- তোমার বিভাগের স্কলারশিপ বেছে নিয়ে “Apply” অফশনে ক্লিক করো।
- এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করো।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করো।
- প্রয়োজনীয় যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করো।
- সর্বশেষ যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো স্পষ্টভাবে স্ক্যান করে আপলোড করো।
আবেদনের সময় সাবধানে এবং সঠিকভাবে সমস্ত তথ্য পূরণ ও ডকুমেন্ট আপলোড করো। আবেদন প্রক্রিয়ার আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।আবেদন করার পূর্বে আফিসিয়াল ওয়েবসাইট চেক করে নাও।
Beti Padao Scholarship গুরুত্বপূর্ণ তারিখ
এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলছে । সম্পূর্ন অনলাইনের মাধ্যমে যোগ্য ছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ৩১ শে আগস্ট ২০২৪।আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে নেবে ।
যুবশ্রী প্রকল্প কাদের জন্য?আবেদন করলেই পাওয়া যাবে প্রতি মাসে ১৫০০ টাকা: Click here
Beti Padao Scholarship গুরুত্বপূর্ণ লিঙ্ক
যে সমস্ত ছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তারা এই লিঙ্ক গুলি ব্যবহার করে অফিসিয়াল নোটিশ চেক ও আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করতে পারবে ।
অফিসিয়াল ওয়েবসাইট | Vidyasaarthi portal |
অফিসিয়াল নোটিশ | Click here |