২০১০ সালের পর থেকে ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট

২০১০ সালের পর থেকে ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাই কোর্টঃএই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ২০১০ সালের পর থেকে সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাই কোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ থেকে এই রায় ঘোষণা করা হলো। বাতিল হতে চলেছে প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট। ২০১০ এর আগে ঘোষিত সমস্ত OBC সার্টিফিকেট বৈধ থাকবে। ২০১০ এর পর যারা OBC কোটায় চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকলো, কিন্তু বাতিল হলো সার্টিফিকেট। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী নতুন তালিকা তৈরি করার নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

OBC সার্টিফিকেট বাতিল

২০১০ সালের পর থেকে ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাই কোর্টঃ

২০১১ থেকে ২০২৪ পর্যন্ত সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাই কোর্ট। ২০১০ এর আগে ৩৭ টি সম্প্রদায়কে OBC তালিকাভুক্ত করা হয়েছিল, আর ২০১২ সালের পর নতুন আইনে ৬৬ টি সম্প্রদায়কে OBC তালিকায় আনা হয়েছে। তাদের সমস্ত সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করলো কলকাতা হাই কোর্ট। যারা OBC কোটায় চাকরি পেয়েছেন, তাদের চাকরি বহাল থাকলো, শুধু বাতিল হলো তাদের সার্টিফিকেট।

পশ্চিম বঙ্গের শিক্ষা, চাকরি, বিভিন্ন মহাপুরুষের জীবনী ও আরও জানা অজানা তথ্য জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটেঃ Click Here 

 

এই সম্বন্ধে আরও বিস্তারিত খবর জানতে নজর রাখুন: Click here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment