HS Exam Routine 2025: কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা দেখে নাও

HS Exam Routine 2025 কবে থেকে শুরু হবে পরীক্ষা জানিয়ে দিলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 29 শে ফেব্রুয়ারি অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন প্রকাশ করা হয়েছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন।পুরনো ছন্দে প্রতি বছর এর মত অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। লোকসভা ভোটের জন্য 2024 সালের পরীক্ষা কিছুটা এগিয়ে গেলোও 2025 সালের পরীক্ষা হচ্ছে মার্চ মাসেই। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু জানিয়ে দিলেন, 2025 সালের 3 রা মার্চ ( সোম বার) শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে 18 ই মার্চ মঙ্গল বার পর্যন্ত। মোট 16 দিন চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।আজকের এই প্রতিবেদনে তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করবো। নিচে রুটিন সহ pdf লিঙ্ক দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে HS Exam Routine 2025।

HS Exam Routine 2025( উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন)

বোর্ডের নামWest Bengal Council Of Higher Secondary Education
পরীক্ষা শুরু3 রা মার্চ
পরীক্ষা শেষ18 ই মার্চ
বোর্ডের ওয়েবসাইটক্লিক করুন
পরীক্ষার রুটিননিচে দেওয়া আছে

HS Exam Routine 2025 কবে থেকে শুরু হচ্ছে

সাধারণত উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিনেই সামনের বছরের উচ্চ মাধ্যমিকের রুটিন প্রকাশ করা হয়। কিন্তু এবছর পরীক্ষার শেষ দিনেই 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে 3 রা মার্চ।চলবে 18 ই মার্চ পর্যন্ত। সময় সকাল 10 টা থেকে দুপুর 1 টা 15 পর্যন্ত। Health, physical education, Visual Arts, Music And vocational Subjects এর পরীক্ষার জন্য পর্যন্ত সময় 2 ঘন্টা।তিনি আরো জানান, এবছর ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিলো 7 লক্ষ 90 হাজার 221 এর সামান্য বেশি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিলো 827 টি।এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে মোট 6 হাজার 791 টি স্কুলে।বিশেষ চাহিদা সম্পূর্ন পরীক্ষার্থীর সংখ্যা ছিলো 247 জন।রাজ্যের 23 টি জেলাতেই ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা প্রায় 1 লক্ষ 3 হাজার 17 জন বেশি ছিল।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি (HS Exam Routine 2025)

2025 সালে কবে কোন পরীক্ষা দেখে নাও

তারিখবারসাবজেক্টস
০৩/০৩/২০২৫সোম বারBengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi
০৪/০৩/২০২৫মঙ্গলবারHealth Care, #Automobile, #Organised Retailing, #Security, #IT and ITES, # Electronics, # Tourism & Hospitality, #Plumbing, #Construction, #Apparel, #Beauty and Wellness, #Agriculture, #Power – VOCATIONAL SUBJECTS
০৫/০৩/২০২৫বুধ বার English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English
০৬/০৩/২০২৫বৃহস্পতিবারEconomics
০৭/০৩/২০২৫শুক্র বারPhysics, Nutrition, Education, Accountancy
০৮/০৩/২০২৫শনি বার
Computer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education, Music, #Visual Arts, Artificial intelligence, Data Science
১০/০৩/২০২৫সোম বারCommercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology
১১/০৩/২০২৫মঙ্গলবারChemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French
১৩/০৩/২০২৫বৃহস্পতিবারMathematics, Psychology, Anthropology, Agronomy, History
১৭/০৩/২০২৫সোম বার
Biological Science, Business Studies, Political Science
১৮/০৩/২০২৫মঙ্গলবারStatistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management

2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার অফিসিয়াল নোটিশ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার্থীদের সুবিধার্থে যাতে তারা অফিসিয়াল নোটিশ সম্পর্কে সচেতন থাকতে পারে তার জন্যে একটি ওয়েবসাইট তৈরি করেছে ।পরীক্ষার অফিসিয়াল নোটিশ জানতে হলে তোমাকে west bengal council of higher secondary education এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখান থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ পেয়ে যাবে.

অফিসিয়াল ওয়েবসাইটঃ WBCHSE

Wbchse Website Page

HS Exam Routine 2025 PDF Download

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করা খুব সহজ। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে notification সেকশনে দেখতে পারবে HS Exam Routine 2025 রুটিন সেখান থেকেই ডাউনলোড করতে পারবে

PDF Download : HS Exam Routine 2025

প্রতিটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে,সেখান থেকেই সঠিক তথ্য পাওয়া যাবে।

কবে থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা – মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025

কবে দিবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট-2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

উচ্চ মাধ্যমিক রুটিন FAQ questions

১)উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হয়েছে?
উঃ29 শে ফেব্রুয়ারি অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন প্রকাশ করা হয়েছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন।
২)কবে থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025?
উঃ 3 রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025
৩) উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন সময়ে শুরু হচ্ছে?
উঃ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১ টা পর্যন্ত।
৪)উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা কবে শেষ হবে?
উঃ১৮ ই মার্চ শেষ হবে ২০২৫ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 
৫)কিভাবে ডাউনলোড করবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন?
উঃউচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এছাড়া এই প্রতিবেদনেই ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।
 
 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment