ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং! ১,৫০০ স্নাতক পাশ তরুণ-তরুণীকে ট্রেনিং দেওয়া হবে

ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংঃ আপনি কি ব্যাঙ্কের চাকরি খুঁজছেন? ব্যাঙ্কের চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনাদের জন্য আজকের এই প্রতিবেদনটি।দেশের ১,৫০০ স্নাতক তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান ব্যাঙ্ক। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ অনুসারে ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা। আজকের এই প্রতিবেদনে ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

অতিরিক্ত খরচ থেকে বাঁচতে কিভাবে Airtel এবং Jio নাম্বার BSNL-এ পোর্ট করবেন?বিস্তারিত জানুন : Click here


ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ১,৫০০ স্নাতক তরুণ-তরুণীকে ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে ইন্ডিয়ান ব্যাঙ্কের পক্ষ থেকে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ অনুসারে এই ট্রেনিং দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন নিয়মিত স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে।পশ্চিম বঙ্গের প্রার্থী দের জন্য কত গুলি আসন রয়েছে? কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি যোগ্যতা প্রয়োজন? ট্রেনিং চলাকালীন প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে বিস্তারিত তুলে ধরা হল- 


বিষয়ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং
দেশ জুড়ে১৫০০
পশ্চিমবঙ্গে আসনসংখ্যা১৫২
আবেদন ফি৫,০০
অফিসিয়াল ওয়েবসাইটClick here

পশ্চিমবঙ্গের আসনসংখ্যার বিন্যাস

দেশের মোট ১,৫০০ স্নাতক তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট ১৫২টি আসন রয়েছে।পশ্চিমবঙ্গের যে কোন প্রার্থী যারা স্নাতক সম্পূর্ণ করেছেন তারা আবেদন করতে পারবেন।

  • সাধারণ: ৬০
  • তফসিলি জাতি: ৩৪
  • তফসিলি উপজাতি: ১
  • ও বি সি: ৩৩
  • আর্থিকভাবে অনগ্রসর: ১৫
  • এর মধ্যে ১টি আসন প্রবণ ও অগ্নিসংক্রান্ত প্রতিবন্ধী এবং ২টি আসন দৃষ্টি ও বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে-কোনও শাখায় স্নাতক পাশ হতে হবে। অবশ্যই ৩১-৩-২০২০ তারিখের পরে পাশ করে থাকতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে।


বয়সসীমা

১-৭-২০২৪ তারিখ আনুসারে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৫ বছরের এবং ও বি সি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। বিধবা, বিবাহবিচ্ছিন্না এবং আইনত স্বামীবিচ্ছিন্না মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে এবং ৩৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন।


আবেদন ফি

আবেদন ফি বাবদ অনলাইনে ৫০০ টাকা জমা দিতে হবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফসিলি জাতি ও উপজাতি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না।ফি জমা করার পর রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন।


আবেদন প্রক্রিয়া

  • ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:
  • Indian Bank এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • ওয়েবসাইটে গিয়ে “Click here for new registration” অফশনে ক্লিক করুন।
  • আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে “Save & Next” অফশনে ক্লিক করুন।
  • নিজের ফটো এবং সিগনেচার আপলোড করুন।
  • আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিবরণ দিয়ে “Next” অফশনে ক্লিক করুন।
  • “Preview” অফশনে গিয়ে আপনার সম্পূর্ণ বিবরণ চেক করে নিন।
  • যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করুন।
  • Payment” অফশনে গিয়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
  • আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর, একটি কপি প্রিন্ট করে নিজের কাছে রাখুন। 

সরকারি চাকরি না করলেই অটল পেনশন যোজনায় সরকার দেবে প্রতি মাসে ৫,০০০ টাকাঃ Click here 


বিষয়ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং
অফিসিয়াল নোটিশClick here
আবেদনের লিঙ্কClick here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment