NPCIL Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCIL) ২৭৯ জন স্টাইপেন্ডারি ট্রেনি নিয়োগ করতে চলেছে।আগ্রহী প্রার্থীরা আগামী ২২ শে আগস্ট ২০২৪ সকাল ১০ টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া চলবে ১১ ই সেপ্টেম্বর ২০২৪ রাত ১১.৫৯ পর্যন্ত। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা প্রয়োজন, এবং অন্যান্য আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হবে। প্রতিবেদনের শেষে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্কও দেওয়া থাকবে।
আলোচ্য বিষয়
Toggleমাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করলো কমিশন! SSC MTS Exam date 2024: Click here
বিষয় | NPCIL Recruitment 2024 |
বয়স সীমা | ১৮ থেকে ২৪ বছর |
বেতন | ২০,০০০ থেকে ২২,০০০ |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ |
আবেদনের শেষ তারিখ | ১১ ই সেপ্টেম্বর ২০২৪ |
NPCIL Recruitment 2024 শূন্যপদের বিবরণ:
- স্টাইপেন্ডারি ট্রেনি (এসটি/টিএন) ক্যাটেগরি-টু পদের জন্য মোট ২৭৯টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে অপারেটর পদের জন্য ১৫৩টি এবং মেইন্টেনার পদের জন্য ১২৬ টি শূন্যপদ রয়েছে।
- অপারেটর পদে সাধারণ বিভাগে ৬১টি, তফসিলি জাতির জন্য ২৬টি, তফসিলি উপজাতির জন্য ২০টি, OBC বিভাগে ৩০টি এবং EWS বিভাগে ১৫টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। দৈহিক প্রতিবন্ধীদের জন্য ৮টি শূন্যপদ আলাদা করে সংরক্ষিত।
- মেইন্টেনারের মোট শূন্যপদ ১২৬টি, যার মধ্যে মধ্যে ১৯টি শূন্যপদ তফসিলি জাতির জন্য, ১৪টি তফসিলি উপজাতির জন্য, ২৩টি OBC, ১১টি EWS এবং ৪৮টি সাধারণ বিভাগে সংরক্ষিত। শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১১টি শূন্যপদ সংরক্ষিত।
আগস্ট মাসের সরকারি চাকরির তালিকা!বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে? জেনে নিন: Click here
NPCIL Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা:
- অপারেটর পদের জন্য: উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৫০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ও ম্যাথমেটিক্স বাধ্যতামূলক। ইংরেজি বিষয়টিও থাকতে হবে।
- মেইন্টেনার পদের জন্য: মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আই.টি.আই কোর্স উত্তীর্ণ হতে হবে।
বয়স সীমা:
- ১১-১-২০২৪ এই তারিখ আনুসারে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
- তফসিলি জাতি/উপজাতির জন্য ৫ বছরের ছাড়, OBC প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড়, এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য ১০ বছরের ছাড় রয়েছে।
NPCIL Recruitment 2024 আবেদন প্রক্রিয়া:
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, ঠিকানা, যোগ্যতা, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর, আপনার ছবি, সাক্ষর এবং প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টস আপলোড করুন।
- ডকুমেন্টস আপলোড হয়ে গেলে, আবেদন ফি প্রদান করুন।
- আবেদন প্রক্রিয়া শেষ করার পর ফি জমা দেওয়ার রসিদ এবং পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্ট কপি নিজের কাছে রাখুন।
নির্বাচনী প্রক্রিয়া
প্রথমে দুটি ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যথা প্রিলিমিনারি টেস্ট এবং অ্যাডভান্সড টেস্ট। মেইন্টেনার পদের জন্য অতিরিক্ত স্কিল টেস্টও অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি টেস্টে প্রার্থীদের ম্যাথমেটিক্স, সায়েন্স, এবং জেনারেল অ্যাওয়ারনেসে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্নের মুখোমুখি হতে হবে, যেখানে প্রশ্নের সংখ্যা হবে যথাক্রমে ম্যাথমেটিক্স ৬০,সায়েন্স ৬০, এবং জেনারেল অ্যাওয়ারনেস ৩০। অ্যাডভান্সড টেস্টে অপারেটর পদের জন্য উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের উপর এবং মেইন্টেনার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন থাকবে।
Teachers Day Speech In Bengali : সহজ সরল ভাষায় শিক্ষক দিবসের বক্তব্য: Click here
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা:
যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে নিযুক্ত হবেন, তারা প্রথম বছরে প্রতি মাসে ২০,০০০ স্টাইপেন্ড হিসেবে পাবেন। দ্বিতীয় বছরে তাদের স্টাইপেন্ড বৃদ্ধি পেয়ে মাসে ২২,০০০ হবে। এছাড়া, নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা এককালীন ৩০০০ বুর অ্যালাওয়েন্সও পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট | Click here |
অফিসিয়াল নোটিশ | Download |