Oasis Scholarship 2024: কারা আবেদন করতে পারবেন এই স্কলারশিপ জানুন বিস্তারিত

Oasis Scholarship 2024 :ওয়েসিস স্কলারশিপে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ।রাজ্যের মেধাবী ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের যাতে উচ্চ শিক্ষায় আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যেই এই স্কলারশিপ চালু করা হয়েছে।আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো Oasis Scholarship সম্বন্ধে. কারা পাবে এই স্কলারশিপ? এই স্কলারশিপ পাবার জন্য কি কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করতে পারবে? কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু সহজ সরল ভাষায় নিম্নে আলোচনা করা হলো –

কারা ওয়েসিস স্কলারশিপে(Oasis Scholarship)আবেদন করতে পারবেন

1) আবেদনকারিকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
2)এই স্কলারশিপ শুধুমাত্র SC, ST, OBC সম্প্রদায়ের প্রার্থীরাই আবেদন করতে পারবে.
3)অষ্টম শ্রেণি পাশ করে যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে.
4)আবেদনকারি প্রার্থীর বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে.
5)সর্বশেষ পরীক্ষায় 50% বা তার বেশি নম্বর পেতে হবে.
6)আবেদনকারি প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে.

ওয়েসিস স্কলারশিপের(Oasis Scholarship)আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

1) আবেদনকারি পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট
2)আবেদনকারি পড়ুয়ার জন্ম সার্টিফিকেট
3)আবেদনকারি পড়ুয়ার আধার কার্ড.
4))আবেদনকারি পড়ুয়ার পারিবারিক income সার্টিফিকেট
5))আবেদনকারি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস
6)আবেদনকারি পড়ুয়ার মাধ্যমিক এডমিট কার্ড.
7)সর্বশেষ পরীক্ষার মার্ক্সশিট

কত টাকা পাওয়া যাবে Oasis Scholarship 

এই স্কলারশিপের টাকা 4 টি ভাগে দেওয়া হয়ে থাকে.. কোন বিভাগে কত টাকা পাবে তা টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো

স্কলারশিপবিভাগটাকার পরিমান
প্রি – ম্যাট্রিক স্কলারশিপ ফর SC নবম দশম শ্রেণী ১৫০০
 প্রি – ম্যাট্রিক স্কলারশিপ ফর ST নবম দশম শ্রেণী ১৫০০
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর SC, ST একাদশ , দ্বাদশ, স্নাতক, ITI ৯০০০
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর SC, ST প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল ১৪,৪০০
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর OBC  একাদশ , দ্বাদশ, স্নাতক, ITI ৯০০০
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর OBC প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজে ১৪,৪০০ 

 

কিভাবে আবেদন করবে এই স্কলারশিপ

  1. প্রথমে www.oasis… ওয়েবসাইটে যান।
  2. ওয়েবসাইটে পোস্ট করা নির্দেশিকা অনুসরণ করে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।
  3. আপনার জেলার নাম বেছে নিন এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য যেমন নাম, শিক্ষা প্রতিষ্ঠান, ঠিকানা ইত্যাদি প্রদান করুন।
  4. কাস্ট সার্টিফিকেট নাম্বার প্রদান করুন।
  5. আবার একটি ফর্ম পূরণ করুন যেখানে আপনাকে আবশ্যিক ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
  6. সমস্ত প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করার পর আপনার ফর্মটি সাবমিট করুন।

ওয়েসিস স্কলারশিপের(Oasis Scholarship)স্ট্যাটাস চেক করার পদ্ধতি

 ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে অনুগ্রহ করে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  1. প্রথমে ওয়েসিস স্কলারশিপের(Oasis Scholarship)অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  2. ওখানে “Track an Application” নামের একটি অপশন খুঁজে পাবেন এবং সেটিতে ক্লিক করুন।
  3. এরপর আপনার জেলার নাম প্রদান করুন।
  4. “Application Tracking status” পেজে চলে যাবেন এবং সেখানে আপনার ব্যবহারকারী আইডি এবং Captcha দিয়ে চেক করুন আপনার স্ট্যাটাস।

এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি ওয়েসিস স্কলারশিপের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে আবেদন করবেন: ক্লিক করুন

 
 
 
 
 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment