Post Office Gds Recruitment 2024: আপনি কি একজন চাকরি প্রার্থী? চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন! তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলছে।
আলোচ্য বিষয়
Toggleআজকের এই প্রতিবেদনে, আমরা পোস্ট অফিস থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং আবেদনের জন্য কী যোগ্যতা প্রয়োজন, সমস্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
Post Office Gds Recruitment 2024
পোস্ট অফিসের এই চাকরির ক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিকের নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হবে আগামী ১৫ই জুলাই ২০২৪। সম্প্রতি দিল্লীর পোস্ট অফিস ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সমস্ত রাজ্যের পোস্ট অফিসে কতগুলি শূন্য পদ রয়েছে তা আগামী ৬ই জুলাই তারিখের মধ্যে আপডেট করতে হবে। এরপর সব কিছু চেক করে আগামী ১৫ই জুলাই গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে পোস্ট অফিস।
বর্তমানে জুলাই মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? জুলাই মাসের সেরা ৬ টি চাকরিঃ Click here
বিষয় | Post Office Gds Recruitment 2024 | |
পদের নাম | গ্রামীণ ডাক সেবক | |
যোগ্যতা | মাধ্যমিক পাশ | |
বয়স সীমা | ১৮ বছর থেকে ৪০ বছর | |
শূন্যপদ | ৩৫ হাজারের বেশি | |
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে | ১৫ই জুলাই |
Post Office Gds Recruitment 2024 যোগ্যতা
পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভারতবর্ষের বাসিন্দা হতে হবে এবং স্থানীয় এলাকার ভাষা জানতে হবে। আপনার বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নিম্নতম মাধ্যমিক পাশ হতে হবে।