SBI FD vs Post Office FD: আপনার কাছে কি ভালো অঙ্কের মূলধন রয়েছে এবং আপনি ভাবছেন সেটিকে ফিক্সড ডিপোজিট করবেন, কিন্তু বুঝতে পারছেন না কোথায় ডিপোজিট করলে লাভবান হবেন? আজকের এই প্রতিবেদনে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের সুদের হার নিয়ে আলোচনা করবো। এই প্রতিবেদন পড়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোথায় ফিক্সড ডিপোজিট করা লাভবান হবে।
আলোচ্য বিষয়
Toggleকোথায় ফিক্সড ডিপোজিট করা লাভজনক হবে?(SBI FD vs Post Office FD)
আজকের আলোচ্য বিষয় (SBI FD vs Post Office FD) কোথায় ফিক্সড ডিপোজিট করা লাভজনক হবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি পোস্ট অফিস।প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পোস্ট অফিস এবং এস বি আই দুটোতেই আপনার টাকা সুরক্ষিত থাকবে। তাই ডিপোজিট করার জন্য নিশ্চিন্তে এই দুটি মাধ্যম বেছে নিতে পারেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত মন্ত্রিসভার প্রথম বৈঠকেঃ Click here
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এস বি আই) ফিক্সড ডিপোজিটের সুদের হার:
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৫ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫০%। অর্থাৎ, আপনি যদি ৫ বছরের জন্য ৩ লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার সুদের টাকার পরিমাণ দাঁড়াবে ১ লক্ষ ১৪ হাজার ১২৬ টাকা। ৫ বছর পর আপনি পাবেন ৪ লক্ষ ১৪ হাজার ১২৬ টাকা।
মেয়াদ | সাধারণ নাগরিকদের জন্য সুদের হার | প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার |
---|---|---|
৭ দিন থেকে ৪৫ দিন | ৩.৫০% | ৪.০০% |
৪৬ দিন থেকে ১৭৯ দিন | ৫.৫০% | ৬.০০% |
১৮০ দিন থেকে ২১০ দিন | ৬.২৫% | ৬.৭৫% |
২১১ দিন থেকে ১ বছর | ৬.৫০% | ৭.০০% |
১ বছর থেকে ২ বছর | ৬.৮০% | ৭.৩০% |
২ বছর থেকে ৩ বছর | ৭.০০% | ৭.৫০% |
৩ বছর থেকে ৫ বছর | ৬.৭৫% | ৭.২৫% |
৫ বছর থেকে ১০ বছর | ৬.৫০% | ৭.৫০% |
৪০০ দিন (অমৃত কলাশ) | ৭.১০% | ৭.৬০% |
আপনি যদি ১ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৫ বছরের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে ৫ বছর পর আপনি কত টাকা পাবেন, তার একটি তালিকা নিচে দেওয়া হল
টাকা | সুদের পরিমাণ | সর্ব মোট |
১ লক্ষ টাকা | ৩৮,০৪২ টাকা | ১,৩৮,০৪২ টাকা |
২ লক্ষ টাকা | ৭৬,০৮৪ টাকা | ২,৭৬,০৮৪ টাকা |
৩ লক্ষ টাকা | ১,১৪,১২৬ টাকা | ৪,১৪,১২৬ টাকা |
৪ লক্ষ টাকা | ১,৫২,১৬৮ টাকা | ৫,৫২,১৬৮ টাকা |
৫ লক্ষ টাকা | 1,90,210 টাকা | ৬,৯০,২১০ টাকা |
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটরে: Click here
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের সুদের হার
মোবাইল দিয়ে টাকা ইনকাম করে প্রচুর অর্থ উপার্জনের পদ্ধতি জেনে নিন: Click here
মেয়াদ | সাধারণ নাগরিকদের জন্য সুদের হার | প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার |
১ বছর | ৬.৯০% | ৬.৯০% |
১ বছর থেকে ২ বছর | ৭.00% | ৭.00% |
২ বছর থেকে ৩ বছর | ৭.১০% | ৭% |
৩ বছর থেকে ৫ বছর | ৭.৫০% | ৭.৫% |
আপনি যদি 5 বছরের জন্য ১ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত পোস্ট অফিসে ডিপোজিট করেন তাহলে 5 বছর পর কত টাকা পাবেন তার তালিকা নিচে দেওয়া হল
টাকা | সুদের পরিমাণ | সর্ব মোট |
১ লক্ষ টাকা | ৪৪,৯৯৫ | ১,৪৪,৯৯৫ |
২ লক্ষ টাকা | ৮৯,৯৯০ | ২,৮৯,৯৯০ |
৩ লক্ষ টাকা | ১,৩৪,৯৮৪ | ৪,৩৪,৯৮৪ |
৪ লক্ষ টাকা | ১,৭৯,৯৭৯ | ৫,৭৯,৯৭৯ |
৫ লক্ষ টাকা | ২,২৪,৯৭৪ | ৭,২৪,৯৭৪ |
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর: Click here
এবার আপনি নিজেই বুঝতে পারবেন SBI FD vs Post Office FD কোথায় ডিপোজিট করা লাভ জনক হবে। আপনার মূলধন ডিপোজিট করার পূর্বে সঠিক তথ্য জেনে নিন আপনার নিকটবর্তী পোস্ট অফিস অথবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখা থেকে।
SBI FD vs Post Office FD FAQ Questions
1)পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের সুদের হার কত?
উঃ১ বছর থেকে ৫ বছরের জন্য পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের সুদের হার ৬.৯০% থেকে ৭.৫০%।
২) এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদ কত?
উঃ ১ দিন থেকে ৫ বছরের জন্য এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ৩.৫০% থেকে ৭.১০%।
৩) পোস্ট অফিসে 10 লক্ষ টাকার এফডি কত?
উঃ 5 বছরের জন্য পোস্ট অফিসে 10 লক্ষ টাকার এফডি করলে সুদের পরিমাণ হবে 3,80, 420 টাকা। সর্ব মোট সুদ সমেত 13,80,420 টাকা হবে।
৪) পোস্ট অফিসে এফডি কিভাবে করব?
উঃ পোস্ট অফিসের FD অ্যাকাউন্ট খুলতে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন।