মাধ্যমিক পাশ যোগ্যতায় শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ

শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী পদে নিয়োগঃ মহিলাদের জন্য সুখবর। শিলিগুড়ি পুরসভায় হেলথ ওয়ার্কার পদে ৩৫ টি শূন্য পদে মহিলা প্রার্থী নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। যে সমস্ত মহিলা প্রার্থী আবেদন করবেন ২৬ জুলাই ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করুন। আজকের এই প্রতিবেদনে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা? মাসিক বেতন? আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ন করবেন সমস্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।এবং সবার শেষে অফিসিয়াল নোটিশ সহ আবেদন পত্রের লিঙ্ক রয়েছে ।সেখান থেকে আবেদন পত্র সংগ্রহ করে নিচে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় জমা দিন।


অতিরিক্ত খরচ থেকে বাঁচতে কিভাবে Airtel এবং Jio নাম্বার BSNL-এ পোর্ট করবেন?বিস্তারিত জানুন: Click here

 

শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ

শিলিগুড়ি পুরসভায় 35 টি খালি স্থানে স্বাস্থ্য কর্মী পদে নিয়োগ প্রক্রিয়ার আবেদন চলছে।মাধ্যমিক পাশ যোগ্যতায় বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না, বিধবা মহিলার আবেদন করতে পারবেন।এই পদে নিয়োগ হবে 1 বছরের চুক্তির ভিত্তিতে এবং প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে।

বিষয়শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ
যোগ্যতা মাধ্যমিক পাশ
শূন্যপদ৩৫ টি
আবেদনের শেষ তারিখ২৬ জুলাই,২০২৪ 

যোগ্যতা

  • ১-১-২০২৪ তারিখ আনুসারে বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে (তফসিলি এবং ও বি সি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছর)।
  • শুধুমাত্র বিবাহিতা, বিবাহবিচ্ছিন্না এবং বিধবা মহিলারা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
  • সমাজ সেবা-সংক্রান্ত কাজে অভিজ্ঞতা বা আগ্রহ থাকতে হবে।

বর্তমানে জুলাই মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে: Click here 


আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া অফ লাইনের মাধ্যম চলছে।যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাঁরা নিচের লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করুন। আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করে 26 জুলাই 2024 তারিখের মধ্যে নিচে দেওয়া ঠিকানায় জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করুন।


আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা: The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri-734001


আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে:

  • প্রার্থীর এক কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো (তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না)।
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স)।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের জেরক্স।
  • কাস্ট এবং ও বি সি সার্টিফিকেটের জেরক্স (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা স্বামীর নামের উল্লেখ আছে এমন সচিত্র পরিচয়পত্র, বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের জেরক্স।
  • দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেটের জেরক্স।
  • প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্রের জেরক্স।

শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick here 
অফিসিয়াল নোটিশClick here 
আবেদন পত্রClick here 

SBI নাকি পোস্ট অফিস কোথায় টাকা রাখলে লাভ জনক হবেন: Click here 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment