উচ্চমাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার পদে ২০০৬ টি শুন্যপদে কর্মী নিয়োগ,স্টেনোগ্রাফার নিয়োগ ২০২৪

স্টেনোগ্রাফার নিয়োগ ২০২৪ঃ কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) বিভিন্ন দপ্তরে স্টেনোগ্রাফার (গ্রেড-সি ও ডি) পদে প্রায় ২০০৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে। যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তারা অনলাইনে আবেদন করুন ১৭ আগস্ট, ২০২৪ রাত ১১টার মধ্যে। উচ্চমাধ্যমিক পাশ যে কোন প্রার্থী আবেদন করতে পারবে।আবেদন করতে কি যোগ্যতা প্রয়োজন?আবেদন করার পদ্ধতি? নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা  জেনে নিন এই প্রতিবেদনে।


কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে স্টেনোগ্রাফার নিয়োগ ২০২৪

কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন এর পক্ষ থেকে 2006 শূন্য পদে স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টেনোগ্রাফার নিয়োগ ২০২৪ অফিসিয়াল বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।


বিষয়স্টেনোগ্রাফার নিয়োগ ২০২৪
শুন্যপদ২০০৬
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক পাশ
আবেদনের শেষ তারিখ১৭ আগস্ট, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা

যে সমস্ত প্রার্থী কেন্দ্রীয় সরকারের স্টেনোগ্রাফার (গ্রেড-সি ও ডি) পদে আবেদন করতে চান তাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।


বয়স সীমা

  • স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ পদের জন্য: ১৮ থেকে ৩০ বছর।
  • স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ পদের জন্য: ১৮ থেকে ২৭ বছর।
  • ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। গ্রেড ‘সি’ পদের ক্ষেত্রে বিবাহ-বিচ্ছিন্না/বিধবা মহিলারা ৫ বছর বয়সের ছাড় পাবেন। ১ আগস্ট, ২০২৪ এই তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে।

ভারতীয় রেলে ৮ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ: Click here 


আবেদন প্রক্রিয়া

  • আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে।আবেদন করতে প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
  • যে সমস্ত প্রার্থী আবেদন করবেন, তাঁরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, মোবাইল নাম্বার, এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার নাম্বারে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।
  • এই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আই ডি লগইন করুন।
  • এরপর নিজের নাম, পিতার নাম, ঠিকানা, এবং যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
  • আবেদন ফর্ম পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে বলা হবে সেগুলো আপলোড করুন।
  • আবেদন সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিন।

আবেদন ফি

যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাদের আবেদন ফি বাবদ ১০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।


রাজ্যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ!CID Recruitment 2024: Click here 


প্রার্থী বাছাই পদ্ধতি

  • প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে।
  • ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে যা ২ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে।
  • জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন (১০০টি প্রশ্ন, ১০০ নম্বর) এই বিষয়গুলির উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে।
  • নেগেটিভ মার্কিং থাকবে, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
  • লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের স্কিল টেস্টে ইংরেজি/হিন্দি ভাষায় প্রতি মিনিটে ১০০টি (গ্রেড ‘সি’) বা ৮০টি (গ্রেড ‘ডি’) শব্দের গতিতে ডিকটেশন ও নির্দিষ্ট সময়ে ট্রান্সক্রিপ্ট করতে হবে।

১৫ ই আগস্ট ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখতে চান? তাহলে একবার পড়ে নিন: Click here 


স্টেনোগ্রাফার নিয়োগ ২০২৪ গুরুত্বপূর্ণ লিঙ্ক

যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তারা ১৭ ই আগস্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। স্টেনোগ্রাফার নিয়োগ ২০২৪ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক নিচে দেওয়া হলো:


অফিসিয়াল ওয়েবসাইটClick here
অফিসিয়াল নোটিশDownload
আবেদনের লিঙ্কClick here

ব্যবসা করার জন্য লোন চাই?প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন আপনার জন্য সঠিক অপশন হতে পারে!কিভাবে পাওয়া যাবে মুদ্রা লোন বিস্তারিত জানুন: Click here 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment