কলেজের ভর্তি প্রক্রিয়ায় বদল,শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি জানালেন

কলেজের ভর্তি প্রক্রিয়ায় বদল

কলেজের ভর্তি প্রক্রিয়ায় বদল উঠে এসেছে নতুন তথ্য। গত ৮ ই মে ২০২৪ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এক মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি এবং কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি শিক্ষা দপ্তর। এই বিষয়টি নিয়ে শিক্ষা মহলে চলছে নানা জল্পনা। ছাত্র-ছাত্রী, অভিভাবক সবাই প্রশ্ন করছেন কবে থেকে শুরু হবে স্নাতক ভর্তি প্রক্রিয়া এবং কিভাবে সম্পন্ন হবে এই পক্রিয়া?কলেজের ভর্তি প্রক্রিয়ায় বদল!এই নিয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী কি বলেছেন জানাব আজকের এই প্রতিবেদনে।

কলেজের ভর্তি প্রক্রিয়ায় বদল! ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য

শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি সবুজ সংকেত দেবেন। আগামী মঙ্গল ও বুধবার অফিসিয়ালভাবে জানানো হবে কিভাবে সম্পূর্ণ হবে ভর্তি প্রক্রিয়া।

সূত্র মারফত জানা গেছে যে, এবার ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালিত হতে চলেছে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কলেজের পোর্টালে আবেদন করার পরিবর্তে একটি অভিন্ন পোর্টালে আবেদন করতে হবে। একজন ছাত্র বা ছাত্রী একসঙ্গে ২০টির বেশি কলেজে আবেদন করতে পারবেন এবং মেধা তালিকাও কলেজ ভিত্তিক কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে। এর ফলে কলেজ বা ছাত্র সংসদের হাতে ভর্তি সংক্রান্ত কোনো ক্ষমতা থাকবে না।

কলেজে ভর্তি সংক্রান্ত যে অনিয়মের অভিযোগ ছিল তা এড়াতে এই ব্যবস্থা কার্যকরী হবে বলে শিক্ষাবিদরা মনে করছেন। ২০২২ সাল থেকেই পশ্চিমবঙ্গ সরকার এই অভিন্ন পোর্টালে আবেদন করার পরিকল্পনা করছিল কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। ২০২৩ সালে শেষ পর্যায়ে এসে পিছু হটতে হয়েছিল রাজ্য সরকারকে। এবার ২০২৪ সালে অভিন্ন পোর্টালে আবেদনের প্রক্রিয়া বাস্তবায়িত হতে চলেছে। আগামী মঙ্গল ও বুধবার অফিসিয়ালভাবে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হবে।

সমস্ত কলেজের আবেদন এখন একটি পোর্টালেই,কবে শুরু হচ্ছে স্নাতকে ভর্তিঃ Click here

কবে শুরু হচ্ছে স্নাতকে ভর্তি অফিসিয়াল নোটিশ জানতে নজর রাখুন এই ওয়েবসাইটে : Click here