রাজ্যে ক্রেতা সুরক্ষা দফতরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ,BIS Job Recruitment 2024

BIS Job Recruitment 2024 

 

BIS Job Recruitment 2024: পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীদের জন্য সুখবর! ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) এর দফতরে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নাগরিক আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ক্রেতা সুরক্ষা দফতরের কলকাতা অফিস থেকে যে  নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কিভাবে আবেদন করবেন? শিক্ষা গত যোগ্যতা, মাসিক বেতন, বয়স সীমা বিস্তারিত রয়েছে এই প্রতিবেদনে। সঠিক তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন।

পদের নামERO & Catering
পদের সংখ্যা04
চাকরির স্থানকলকাতা এবং এর শাখা অফিসগুলি (KKBO-I, KKBO-II, কলকাতা, গুয়াহাটি, পাটনা, জামশেদপুর, ভুবনেশ্বর, রায়পুর)
বয়স সীমা02.06.2024 এই তারিখ অনুসারে 35 বছরের মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা৬০% নম্বর সহ স্নাতক, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বি-টেক, এমবিএ বা সমমানের ডিগ্রি

পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট: নির্ভরযোগ্য সঞ্চয়ের প্রতিষ্ঠান,জানুন বিস্তারিত: Click here 

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) – কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) এর দফতরে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নাগরিক আবেদন করতে পারবেন। তরুণ পেশাদারদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ রয়েছে, যেখানে মাসিক বেতন রুপি 70,000/-। প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর সহ পাশ করতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বর সহ স্নাতক, ডিপ্লোমা, বি-টেক, এমবিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স 02.06.2024 এই তারিখ অনুসারে 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা অনুযায়ী যোগ্য প্রার্থীরা ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই কাজের সাথে যুক্ত হতে পারবেন।

২০ হাজার জিডি কনস্টেবল 2025 এর দরখাস্ত নেওয়া শুরু আগস্টে: Click here 

BIS Job Recruitment 2024 কিভাবে আবেদন করবেন

সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Online Complaint Registration” অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনাকে আপনার BIS Account registration করাতে হবে এবং এরপর নিজের মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। সর্বশেষে, যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে বলা হবে সেগুলো আপলোড করতে হবে। বিস্তারিত বিজ্ঞাপন এবং আবেদনের জন্য, অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট: BIS Career Opportunities দেখুন। 

মাসিক বেতন

যে সমস্ত প্রার্থী যোগ্যতা এবং বয়স সীমা অনুযায়ী ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে  নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন 70,000 টাকা।

বয়স সীমা

প্রার্থীর বয়স 02.06.2024 এই তারিখ অনুসারে 35 বছরের মধ্যে হতে হবে। 35 বছরের উর্ধে কি কোন প্রার্থী আবেদন করতে পারবেন না। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ চেক করে নমস্কার নিন।

BIS Job Recruitment 2024 নিয়োগ পদ্ধতি

যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাদের নিয়োগ প্রক্রিয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। কোনো রকম পরীক্ষা দিতে হবে না।যোগ্য প্রার্থীরা ইন্টারভিউয়ের মাধ্যমে দু বছরের চুক্তিতে নিযুক্ত হবেন।

ক্রেতা সুরক্ষা দফতরে কর্মী নিয়োগ এর আবেদনের শেষ তারিখ

অফিসিয়াল নোটিশে আবেদন শেষ তারিখ উল্লেখ করা হয় নি। যে সমস্ত প্রার্থী এই ডিপার্টমেন্টে চাকরি করতে চান তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করুন ।

BIS Job Recruitment 2024 গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick here
অফিসিয়াল নোটিশClick here