Beti Padao Scholarship:ছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ,বছরে ১২,০০০ থেকে ৫০,০০০ টাকা সাহায্য

Beti Padao Scholarship
Beti Padao Scholarship: ছাত্রীদের জন্য দারুণ খবর!Arcelor Mittal এর পক্ষ থেকে বিশেষ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম শ্রেণী থেকে স্নাতক, ডিপ্লোমা, মেডিকেল, আইটি আই সমস্ত বিভাগের ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ৩১/০৮/২০২৪। যারা আবেদন করতে আগ্রহী, তারা অনলাইনে আবেদন পক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এই প্রতিবেদনে তোমাদের আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। এবং শেষে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে তোমরা আবেদন করতে পারবে।
বিষয়Beti Padao Scholarship
অর্থের পরিমাণসর্বোচ্চ ৫০,০০০ টাকা
আবেদনের শেষ তারিখ৩১/০৮/২০২৪
যোগ্যতা৬০ শতাংশ নম্বর

Free Government Internship 2024:ছাত্র ছাত্রীদের জন্য মাসে ১৫০০০ টাকায়: Click here

ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship

Arcelor Mittal একটি জনপ্রিয় স্টিল কোম্পানি, যা ১৫টি দেশে স্টিল উৎপাদন করে এবং ১৪০টি দেশে তাদের কাস্টমার রয়েছে। এই জনপ্রিয় স্টিল কোম্পানি ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক প্রতিকূলতা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য “Beti Padao” নামের একটি স্কলারশিপ আয়োজন করেছে। নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতক, ডিপ্লোমা, আই টি আই, মেডিকেল সমস্ত বিভাগের ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রীরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে।এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং অন্যান্য বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আবেদন করার পূর্বে বিস্তারিত জেনে নিন।

কোর্স ও শ্রেণী ভিত্তিক আর্থিক সাহায্যের পরিমাণ

এই স্কলারশিপ নবম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা কোনো কোর্সে অধ্যয়নরত ছাত্রীরা বছরে ১২,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকে। কোন শ্রেনী বা কোর্সে কত টাকা সাহায্য পায় ছাত্রীরা তার তালিকা- 

কোর্স ও শ্রেণীআর্থিক সাহায্যের পরিমাণ
নবম শ্রেণী১২,০০০ টাকা
দশম শ্রেণী১২,০০০ টাকা
একাদশ ও দ্বাদশ১৫,০০০ টাকা
B. E/B.Tech৫০,০০০ টাকা
স্নাতক৪০,০০০ টাকা
মেডিকেল৫০,০০০ টাকা
সমস্ত ফুল টাইম প্রফেশনাল কোর্স৩০,০০০ টাকা
ডিপ্লোমা২০,০০০ টাকা
আই টি আই১০,০০০ টাকা
রাজ্যস্তর খেলোয়াড় ও কেন্দ্রস্তর খেলোয়াড়৫০,০০০টাকা

আবেদনের যোগ্যতা

“Beti Padao Scholarship” আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাসমূহ থাকতে হবে:

  • বিগত পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
  • এই স্কলারশিপ শুধুমাত্র মেয়েদের জন্য। তাই শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবেন।
  • পারিবারিক বাৎসরিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
  • ছাত্রীদের অবশ্যই পরবর্তী শ্রেণীতে ভর্তি হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • পরিচয় প্রমাণ পত্র (আধার কার্ড, ভোটের কার্ড)
  • ঠিকানার প্রমাণ পত্র
  • সর্বশেষ পরীক্ষার মার্কশিট
  • ইনকাম সার্টিফিকেট
  • ব্যাংকের পাশ বুকের প্রথম পাতার ছবি
  • নতুন শ্রেণীতে বা কোর্সে ভর্তির রসিদ

আবেদন পদ্ধতি

“Beti Padao Scholarship”  আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে ।

  • সবার প্রথমে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (লিঙ্ক নিচে দেওয়া আছে)
  • লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর “Browse available schemes” অফশনে ক্লিক করো।
  • সেখানে বিভিন্ন বিভাগের “Beti Padao Scholarship”  লিঙ্ক দেখতে পাবে।
  • তোমার বিভাগের স্কলারশিপ বেছে নিয়ে “Apply” অফশনে ক্লিক করো।
  • এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করো।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করো।
  • প্রয়োজনীয় যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করো।
  • সর্বশেষ যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো স্পষ্টভাবে স্ক্যান করে আপলোড করো।
     

আবেদনের সময় সাবধানে এবং সঠিকভাবে সমস্ত তথ্য পূরণ ও ডকুমেন্ট আপলোড করো। আবেদন প্রক্রিয়ার আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।আবেদন করার পূর্বে আফিসিয়াল ওয়েবসাইট চেক করে নাও।

Beti Padao Scholarship গুরুত্বপূর্ণ তারিখ

এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলছে । সম্পূর্ন অনলাইনের মাধ্যমে যোগ্য ছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ৩১ শে আগস্ট ২০২৪।আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে নেবে ।

যুবশ্রী প্রকল্প কাদের জন্য?আবেদন করলেই পাওয়া যাবে প্রতি মাসে ১৫০০ টাকা: Click here

Beti Padao Scholarship গুরুত্বপূর্ণ লিঙ্ক

যে সমস্ত ছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তারা এই লিঙ্ক গুলি ব্যবহার করে অফিসিয়াল নোটিশ চেক ও আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করতে পারবে ।

অফিসিয়াল ওয়েবসাইটVidyasaarthi portal 
অফিসিয়াল নোটিশClick here