Yuvashree New List 2024: যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের জন্য সুখবর! Employment Bank এর পক্ষ থেকে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের নাম এই তালিকায় রয়েছে, তারা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার পরেই প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সাহায্য পাবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তালিকাটি কিভাবে চেক করবেন এবং যাদের নাম রয়েছে তাদের পরবর্তী ধাপগুলি কি কি, তা বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই প্রতিবেদনে।
কিভাবে লিস্ট চেক করবেন ?(Yuvashree New List 2024)
নিজের নাম নতুন তালিকায় রয়েছে কি না তা চেক করতে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “View Yuvashree New Waiting List” দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই একটি PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে।সেই PDF ফাইলে নিজের নাম চেক করে নিন। (অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং Yuvashree New List 2024 PDF লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া আছে। সেখান থেকে PDF সংগ্রহ করে নিন) ।
Free Government Internship 2024:ছাত্র ছাত্রীদের জন্য মাসে ১৫০০০ টাকায়ঃ Click here
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট (লিস্টে নাম থাকলে পরবর্তী ধাপ)
যাদের নাম এই তালিকায় রয়েছে, তারা আগামী ১১/০৬/২০২৪ থেকে ০৭/০৭/২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্র Employment Bank ওয়েবসাইটে Annexure-I লিঙ্কে সাবমিট করতে হবে। এরপর প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাচাই (validation) এর জন্য জমা করতে হবে। যাচাইয়ের জন্য আপনাকে Annexure-I ফর্ম এর সাথে নিম্নলিখিত ডকুমেন্টগুলো ০৮/০৭/২০২৪ তারিখের মধ্যে জমা দিতে হবে Annexure-II ফর্ম,ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি এই সব ডকুমেন্ট সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দেওয়া বাধ্যতামূলক।যে সমস্ত যুবক যুবতী দের validation পদ্ধতি সঠিক ভাবে হবে তাদের নাম ফাইনাল লিস্টে আসবে এবং তারা মাসে 1500 টাকা আর্থিক সাহায্য পাবে।
যুবশ্রী প্রকল্পে নতুন করে আবেদন করতে এবং যুবশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুনঃ Click here
অফিসিয়াল ওয়েবসাইট | Click here |
Yuvashree New List 2024 | PDF Download |
আমাদের ওয়েবসাইটে সরকারী, বেসরকারী এবং প্রাইভেট স্কলারশিপ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, আবেদনের পদ্ধতি, পরীক্ষার তারিখ ও সময়সূচি সহ বিভিন্ন তথ্য সঠিক সময়ে প্রদান করা হয়। সমস্ত খবর পেতে আমাদের WHATS,APP গ্রুপে অ্যাড হতে নিচের লিঙ্কে ক্লিক করুন।