Tata Scholarship 2024: Tata Group এর মাধ্যমে পরিচালিত ‘Tata Capital Pankh scholarship’ হলো একটি মূল্যবান স্কলারশিপ প্রোগ্রাম।এই প্রোগ্রামের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের সাহায্য প্রদান করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র ছাত্রীরা প্রতিবছর ১০,০০০ থেকে ১২,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকেন।এই স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন।আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো কিভাবে এই স্কলারশিপে আবেদন করবেন এবং আবেদন করতে কি যোগ্যতা প্রয়োজন। এই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।
আলোচ্য বিষয়
Toggle
আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে?
যে সমস্ত ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করবেন, তাঁরা ১৫ই সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। একাদশ শ্রেণি থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত সমস্ত স্তরের স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে।
Tata Scholarship 2024: Apply Now
আগস্ট মাসের সরকারি চাকরির তালিকা!বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে? জেনে নিন: Click here
টাটা স্কলারশিপের আবেদন করার (Tata Scholarship 2024) যোগ্যতা
- আবেদনকারী ছাত্র ছাত্রী কে অবশ্যই ভারতবর্ষের বাসিন্দা হতে হবে।
- আবেদনকরির পারিবারিক বাৎসরিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
- সর্বশেষ পরীক্ষায় 60% নাম্বার পেতে হবে।
- আবেদনকারী ছাত্র-ছাত্রীদের অবশ্যই কোন একটি কোর্সে বা স্কুল বা কলেজে নিরন্তরভাবে পঠন করতে হবে।
- Distance এর মাধ্যমে কোনো কোর্স করলে এই স্কলারশিপের সুযোগ সুবিধা পাওয়া যাবে না।
বিদ্রঃএই স্কলারশিপ প্রোগ্রামটি একবারের জন্য মাত্র প্রযোজ্য। পুনরাবৃত্তির জন্য আবার আবেদন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
- পরিচয়পত্র (আধার কার্ড)।
- পারিবারিক বাৎসরিক আয় সার্টিফিকেট।
- আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সনদ বা আইডি কার্ড, যা আপনার ভর্তি হওয়ার প্রমাণ দেয়।
- বর্তমান শিক্ষাবর্ষের ফির রশিদ।
- শিক্ষার্থী অ্যাকাউন্টের প্রথম পাতার ছবি।
- পূর্বের ক্লাসের মার্কশীট বা গ্রেড কার্ড ।
- প্রতিবন্ধী এবং জাতি সনদ (প্রযোজ্য হলে)
কিভাবে আবেদন করবেন
- নীচের ‘ইপ্লাই নাউ’ বাটনে ক্লিক করুন।
- আপনার নিবন্ধিত আইডি দিয়ে বাড়িতে বুডি4স্টাডি লগইন করুন এবং ‘অ্যাপ্লিকেশন ফর্ম পেজ’এ পৌঁছান।
- না হলে – আপনার ইমেল/মোবাইল নম্বর/জিমেল অ্যাকাউন্ট দিয়ে বুডি4স্টাডি নিবন্ধন করুন।
- এখন আপনাকে ‘টাটা ক্যাপিটাল স্কলারশিপ প্রোগ্রাম’ এর আবেদন ফর্ম পৃষ্ঠায় পুনঃনির্দেশ করা হবে।
- আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘অ্যাপ্লিকেশন শুরু’ বাটনে ক্লিক করুন।
- অনলাইন আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
- সংশ্লিষ্ট নথি আপলোড করুন।
- ‘শর্ত এবং শর্তাদি’ গ্রহণ করুন এবং ‘প্রিভিউ’ ক্লিক করুন।
- যদি আবেদনকারী দ্বারা পূরণকৃত সমস্ত তথ্য প্রিভিউ স্ক্রীনে সঠিকভাবে দেখা যায়, তবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ‘জমা দিন’ বাটনে ক্লিক করুন।
Tata Scholarship 2024 নির্বাচন পদ্ধতি
- প্রাথমিক নির্বাচনে আবেদনকারীদের শিক্ষাগত সফলতা এবং আর্থিক পটভূমি ভিত্তিতে শর্টলিস্টে আনা হবে।
- শর্টলিস্টে আনা ছাত্র ছাত্রীদের টেলিফোনিক ইন্টারভিউ নেওয়া হবে।
- চূড়ান্ত নির্বাচনের জন্য নির্বাচন কমিটি দ্বারা চূড়ান্ত ইন্টারভিউ নেওয়া হবে।
নোট: ৫০% ছাত্রীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। এছাড়াও,SC/ST ছাত্রছাত্রীদের গুরুত্ব দেওয়া হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে আবেদন করবেন – দেখুন
স্কলারশিপের নাম | Tata Capital Pankh scholarship |
যোগ্যতা | ৬০% এর মধ্যে নাম্বার পেতে হবে |
টাকার পরিমান | ১০০০০ থেকে ১২০০০ টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |