উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট:কয়েক ঘণ্টা পরেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক 2024 এর ফলাফল। আগামীকাল, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দুপুর 1 টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। তারপর ছাত্র-ছাত্রীরা দুপুর 3 টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল চেক করতে পারবেন।আজকের প্রতিবেদনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এবং সেই ওয়েবসাইটগুলির লিঙ্ক এই প্রতিবেদনেই দেওয়া হবে। এই লিঙ্কের মাধ্যমে সরাসরি উচ্চ মাধ্যমিক 2024 রেজাল্ট দেখার সুযোগ পাবেন ছাত্র ছাত্রীরা।সমস্ত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন।
আলোচ্য বিষয়
Toggleউচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট 2024
এই বছর পরীক্ষা 16 ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং 29 শে ফেব্রুয়ারি শেষ হয়েছিল। সত্তর দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক 2024 এর ফলাফল প্রকাশ করতে চলছে। এই বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লক্ষ 90 হাজার। গত বছরে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল 60 দিনের মধ্যে। রেজাল্ট প্রক্রিয়াটি অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় ফলাফল প্রকাশ অতি দ্রুততার সাথে সম্পন্ন হয় বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট | লিঙ্কে ক্লিক করুন |
wbresults.nic.in | Click here |
results.shiksha | Click here |
www.indiaresults.com | Click here |
www.jagranjosh.com | Click here |
www.technoindiagroup.com | Click here |
wb12.abplive.com | Click here |
indianexpress.com | Click here |
www.aajkaal.in | Click here |
bangla.hindustantimes.com | Click here |
www.indiatoday.in/education | Click here |
www.fastresult.in | Click here |
www.sangbadpratidin.in | Click here |
timesofindia.indiatimes.com | Click here |
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার মোবাইল অ্যাপ্লিকেশন
ছাত্র-ছাত্রীরা চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমেও উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন।উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে Google Play Store থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করার পরে, ছাত্র-ছাত্রীরা নিজেদের রোল নাম্বার সাবমিট করলেই ফলাফল দেখতে পারবেন।
Mobile APP Link: Click here
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখব
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখতে সবার প্রথমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে “উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024” অপশনে ক্লিক করে নিজের রোল নাম্বার সাবমিট করতে হবে। রোল নাম্বার সাবমিট করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরেই উচ্চ মাধ্যমিক 2024 রেজাল্ট স্ক্রীনে চলে আসবে। যদি সাইট ওপেন হতে বেশি সময় নেয় বা ওপেন না হয় তাহলে অহেতুক ভয় পাওয়া যাবে না। একই সাথে অনেক ছাত্র-ছাত্রী ওয়েবসাইটে ফলাফল চেক করতে থাকায় সার্ভারে সমস্যা হতে পারে। তাই কিছুক্ষণ পরে পুনরায় চেষ্টা করা উচিত।
উচ্চ মাধ্যমিক 2024 মার্কশিট কবে দেওয়া হবে
8 ই মে দুপুর 1 টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিক 2024 এর ফলাফল ঘোষনা করবেন। তারপর সেদিনই দুপুর তিনটা থেকে ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল চেক করতে পারবেন। ফলাফল চেক করতে সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট দেওয়া হয়েছে। যেই ওয়েবসাইট গুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক 2024 এর ফলাফল চেক করতে পারবেন। এবার প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মনে প্রশ্ন দুপুর 3 টায় ফলাফল জানতে পারলে মার্কশিট কবে পাবো। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে 10 ই মে 2024 বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ডিস্ট্রিবিউট করা হবে। অর্থাৎ তোমরা 10 তারিখ দুপুরের মধ্যে মার্কশিট হতে পাবে।
মাধ্যমিকে প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র দেখে নিন 1st বয়ের রেজাল্ট: Click here
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত আপডেট পেতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে: Click here