আর নয় গুজব!WBPSE পরীক্ষার ক্যালেন্ডার 2024 ঘোষণা করলো পি.এস.সি

WBPSE পরীক্ষার ক্যালেন্ডার 2024 :  পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন (পি.এস.সি) সম্প্রতি ২০২৪ সালের বিভিন্ন পদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। ও.বি.সি. সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে মামলা চলার জন্য পরীক্ষা নিতে পারবে না, এমন গুজব ওঠায় পি.এস.সি. কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কথা ভেবে কবে, কোন পদের পরীক্ষা কবে হবে তা প্রকাশ করল। এছাড়া কোন পরীক্ষার জন্য কতজন প্রার্থী দরখাস্ত করেছে, তার সংখ্যাটিও প্রকাশ করেছে পি.এস.সি।আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো WBPSE পরীক্ষার ক্যালেন্ডার 2024 সমস্ত পরীক্ষার তারিখ সহ আবেদনকারির সংখ্যা।

WBPSE পরীক্ষার ক্যালেন্ডার 2024

হাই কোর্টের OBC সার্টিফিকেট সংক্রান্ত রায় বেরোনোর পর থেকেই চাকরির পরীক্ষা নিয়ে চারিদিকে গুজব শোনা যাচ্ছিল। আর এবার গুজব এড়াতেই পাবলিক সার্ভিস কমিশন WBPSE পরীক্ষার ক্যালেন্ডার 2024  ঘোষণা করলো। PSC এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কোন পরীক্ষা কবে হবে তার তারিখসহ কত জন প্রার্থী আবেদন করেছেন তার সংখ্যাও তুলে ধরা হয়েছে। যে সমস্ত পরীক্ষার তারিখ ঠিক হয়েছে তার তালিকা নিচে দেওয়া হলো:

স্বাস্থ্য সাথী কার্ডে নিয়ম বদল! প্রয়োজন পড়লেও মিলবে না বাড়তি টাকা: CLICK HERE 

 

পরীক্ষার নাম তারিখ
মিসলেনিয়াস সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা১৫ সেপ্টেম্বর
২০২৩ সালের ক্লার্কশিপ পদের পার্ট-। পরীক্ষা১৬ ও ১৭ নভেম্বর
২০২৪ সালের ডব্লু.বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা১৫ ডিসেম্বর
ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদের পরীক্ষা৩০ জুন
অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর (বেঙ্গলী, নেপালী, সাঁতাড়) পদের পরীক্ষা২৮ জুলাই
ডব্লু.বি.সি.এস. (মেনস) পরীক্ষা হবে১৬, ১৭, ১৮ ও ২০ আগস্ট।
টেকনিক্যাল অফিসার (টেক্সটাইল)২৪ আগস্ট
ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, সায়েন্টিফিক রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজর পদের পরীক্ষা২৪ আগস্ট
ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা2৫ আগস্ট
ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা২৫ আগস্ট
ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের মেন পরীক্ষা২৮, ৩০ আগস্ট,২ , ৪ সেপ্টেম্বর
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। পরীক্ষা হবে৮ সেপ্টেম্বর
জুনিয়র ইন্সপেক্টিং অফিসার পরীক্ষা হবে৮ সেপ্টেম্বর
২০২৩ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা২৭ অক্টোবর
ডিস্ট্রিক্ট অফিসার (ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) পদের পরীক্ষা১০ নভেম্বর
ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)৩০ জুন

WBPSE পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা 

WBPSE এর পক্ষ থেকে সদ্য প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে কোন পরীক্ষায় কত জন প্রার্থী আবেদন করেছেন তার সংখ্যা প্রকাশ করেছে। ২০২৪ সালে PSE এর পরিচালনায় যে সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সমস্ত পরীক্ষায় কত জন প্রার্থী আবেদন করেছেন তার তালিকা নিচে দেওয়া হলো:

মাধ্যমিক পাশ যোগ্যতায় রেলের টিকিট কাউন্টারে চাকরি ২০২৪: CLICK HERE 

 

পরীক্ষার নামআবেদনকারীর সংখ্যা
২০২৩ সালের ক্লার্কশিপ পদের পার্ট-। পরীক্ষা৭,১৪,৪১৩ জন প্রার্থী
২০২৪ সালের ডব্লু.বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষাএই পদের জন্য আগস্ট মাস নাগাদ দরখাস্ত নেওয়া শুরু হবে
ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদের পরীক্ষা২০১ জন প্রার্থী
অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর (বেঙ্গলী, নেপালী, সাঁতাড়) পদের পরীক্ষা১,৯০০ জন প্রার্থী
ডব্লু.বি.সি.এস. (মেনস) পরীক্ষা হবেপ্রিলিমিনারি পরীক্ষার ফল জুলাইয়ে বেরোনোর সম্ভাবনা আছে
টেকনিক্যাল অফিসার (টেক্সটাইল)৩৪৪ জন প্রার্থী
ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, সায়েন্টিফিক রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজর পদের পরীক্ষা৩৪৪ জন প্রার্থী
ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা১,৪৭৫ জন প্রার্থী
ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা৩,৬৩১ জন প্রার্থী
ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের মেন পরীক্ষা২৪৬ জন প্রার্থী
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড-।।। পরীক্ষা হবে৩১১ জন প্রার্থী
জুনিয়র ইন্সপেক্টিং অফিসার পরীক্ষা হবে১,০২৬ জন প্রার্থী
২০২৩ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাপ্রকাশ করা হয় নি
ডিস্ট্রিক্ট অফিসার (ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) পদের পরীক্ষা১০ নভেম্বর
মিসলেনিয়াস সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা২,৫৪,৩৯৪ জন।
ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)৫,৪৩৫ জন প্রার্থী

বর্তমানে জুলাই মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? জুলাই মাসের সেরা ৬ টি চাকরি: CLICK HERE  

পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট : CLICK HERE 

WBPSE পরীক্ষার ক্যালেন্ডার 2024 অফিসিয়াল নোটিশঃ CLICK HERE 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment