আলোচ্য বিষয়
ToggleWBPSE clerkship exam date 2024: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSE) ক্লার্কশিপ।নিয়োগের আবেদন প্রক্রিয়া ইতি মধ্যেই শেষ হয়ে গেছে।আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিলো 8 ই ডিসেম্বর এবং আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে 29 শে ডিসেম্বর 2023।দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হল WBPSE ক্লার্কশিপ পরীক্ষার তারিখ।যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSE) ক্লার্কশিপ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছেন তারা পরীক্ষার তারিখ সহ বিস্তারিত জেনে নিন এবং সবার নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থাকে বিজ্ঞপ্তির PDF ডাউনলোড করে নিন।
উত্তর পূর্ব রেলে মাধ্যমিক পাশে 1104 শুন্যপদে কর্মী নিয়োগ : Click here
WBPSE Clerkship Exam Date 2024
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSE) আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবার প্রায় 6 মাসের মধ্যে ক্লার্কশিপ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এবছর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল 8 ডিসেম্বর 2024 এবং শেষ হয়েছে 29 ডিসেম্বর 2024। এবছর মোট 714,413 জন প্রার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।পরীক্ষা শুরু হতে চলেছে 16 এবং 17 নভেম্বর 2024 । পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে পাওয়া যাবে।
West Bengal Gram Panchayat Previous Year Question Paper: Click here
বিষয় | WBPSE clerkship exam date 2024 |
পরীক্ষার তারিখ | 16 এবং 17 নভেম্বর 2024 |
আবেদনকারীর সংখ্যা | 714,413 জন |
পরীক্ষা পদ্ধতি | পার্ট 1,পার্ট 2, পার্ট 3 |
WBPSE Clerkship নির্বাচন পদ্ধতি
WBPSE ক্লার্কশিপ নিয়োগ প্রক্রিয়া 3 টি ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপ অর্থ্যাৎ পার্ট 1 দ্বিতীয় ধাপ অর্থ্যাৎ পার্ট 2 তৃতীয় ধাপ অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টাইপ করার ক্ষমতা।এই তিনটি পদ্ধতিতে WBPSE Clerkship নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প প্রতি মাসে ১০,০০০ টাকা: Click here
WBPSE ক্লার্কশিপ পরীক্ষার প্যাটার্ন পার্ট 1 (Prelims)
WBPSE Clerkship পার্ট 1 অর্থাৎ প্রিলিমস পরীক্ষা 100টি বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সীমা 90 মিনিট। ইংরেজি, সাধারণ জ্ঞান, এবং পাটি গণিত এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে মোট 100 নম্বরের প্রশ্নপত্র তৈরি করা হবে।
বিষয় | নাম্বার |
ইংরেজি | 30 |
সাধারণ জ্ঞান | 40 |
পাটি গণিত | 30 |
সর্বমোট | 100 |
WBPSE ক্লার্ক সিপ পরীক্ষার প্যাটার্ন পার্ট 2 (Mains)
WBPSE ক্লার্কশিপ পার্ট 2 অর্থাৎ Mains পরীক্ষায় 6টি রাইটিং লিখতে হবে। পরীক্ষার সময়সীমা 60 মিনিট। ইংরেজি এবং বাংলা/হিন্দি/নেপালি/উর্দু/সাঁওতালি এই দুটি বিষয়ের ওপর ভিত্তি করে মোট 100 নম্বরের প্রশ্নপত্র তৈরি করা হবে।
বিষয় | নাম্বার |
ইংরেজি | 50 |
বাংলা/হিন্দি/নেপালি/উর্দু/সাঁওতালি | 50 |
সর্বমোট | 100 |
WBPSE অফিসিয়াল নোটিশ PDF ডাউনলোড
WBPSE clerkship exam date 2024 এর অফিসিয়াল নোটিশ লিঙ্ক নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন।
WBPSE clerkship exam date 2024: PDF DOWNLOAD