রাজ্যে কেন্দ্রীয় হোস্টেলে কর্মী নিয়োগ বেশ কয়েকটি শুন্যপদে!আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন

রাজ্যে কেন্দ্রীয় হোস্টেলে কর্মী নিয়োগঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর।পশ্চিমবঙ্গ সরকার অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য বেশ কয়েকটি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। আপনি যদি যোগ্য প্রার্থী হন, তবে এই সুযোগটি কাজে লাগাতে পারেন।কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি যোগ্যতা প্রয়োজন? আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। সমস্ত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন।


রাজ্যে কেন্দ্রীয় হোস্টেলে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১০০ শয্যাবিশিষ্ট এসটি মেয়েদের কেন্দ্রীয় হোস্টেলে সুপারিনটেনডেন্ট, মেট্রন, রাঁধুনি, সহকারী, দারোয়ান-কাম-নাইট গার্ড এবং কর্মবন্ধু  পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের  মধ্যে।আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ০৪.১০.২০২৪।


বিষয়রাজ্যে কেন্দ্রীয় হোস্টেলে কর্মী নিয়োগ
বয়স সীমা২১ থেকে ৪০ বছর
বেতন সীমা৩০০০-১৫,০০০ 
আবেদনের শেষ তারিখ ০৪.১০.২০২৪

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ৩০০ পিয়ন নিয়োগ!দ্রুত আবেদন করুন: Click here 


কোন পদে কত গুলি শূন্য পদ রয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন?

সুপারিনটেনডেন্ট পদে ১টি শূন্য পদ রয়েছে, যা শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য এবং এই পদের জন্য স্নাতক ডিগ্রি আবশ্যক। মেট্রন পদের জন্যও ১টি শূন্য পদ রয়েছে, যা মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মহিলা প্রার্থীদের জন্য। রাঁধুনি, সহকারী, এবং দারোয়ান-কাম-নাইট গার্ড প্রতিটি পদের জন্য ১টি করে শূন্য পদ রয়েছে, এবং এই পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়া কর্মবন্ধু পদের জন্যও ১টি শূন্য পদ রয়েছে, যেখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 


পদের নামপদের সংখ্যা
সুপারিনটেনডেন্ট (মহিলা প্রার্থী)
মেট্রন (মহিলা প্রার্থী)
রাঁধুনি
সহকারী
দারোয়ান-কাম-নাইট গার্ড
কর্মবন্ধু

বয়স সীমা

সকল পদের জন্য প্রার্থীর বয়স ১০.০৯.২০২৪ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের জন্য ৩ বছর শিথিলযোগ্য। প্রতিবন্ধী প্রার্থীদের (৪০% বা তার উপরে) জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।


নিউক্লিয়ার পাওয়ারে ২৭৯ স্টাইপেন্ডারি ট্রেনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায়! NPCIL Recruitment 2024: Click here 


আবেদন প্রক্রিয়া

আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি (বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতিগত শংসাপত্র, এবং আবাসিক শংসাপত্র) স্ব-স্বাক্ষরিত করে ২টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপত্র জমা করতে হবে নীচের ঠিকানায়। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ০৪.১০.২০২৪। 


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: To The Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Administrative Building (Room No. 23), Karnajora, Raiganj, Uttar Dinajpur, 733130


নির্বাচন প্রক্রিয়া

সুপারিনটেনডেন্ট এবং মেট্রন পদের জন্য ১০০ নম্বরের বহুনির্বাচনী লিখিত পরীক্ষা হবে, যেখানে ইংরেজি, বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে। পরবর্তীতে ২৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। অন্যান্য পদের জন্য কোন লিখিত পরীক্ষার প্রয়োজন নেই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।


বেতন সীমা

প্রতিটি পদের জন্য বেতন সীমা ভিন্ন। সুপারিনটেনডেন্ট পদের জন্য মাসিক বেতন ১৫,০০০ টাকা ধার্য করা হয়েছে। মেট্রন পদের জন্য মাসিক বেতন ৯,০০০ টাকা। রাঁধুনি পদের জন্য বেতন ৭,০০০ টাকা এবং সহকারী পদের জন্য বেতন ৫,০০০ টাকা মাসিক। দারোয়ান-কাম-নাইট গার্ড পদের জন্য ৬,০০০ টাকা এবং কর্মবন্ধু পদের জন্য বেতন ৩,০০০ টাকা মাসিক বেতন নির্ধারিত হয়েছে। 


বিষয়রাজ্যে কেন্দ্রীয় হোস্টেলে কর্মী নিয়োগ
অফিসিয়াল ওয়েবসাইটClick here 
অফিসিয়াল নোটিশDownload 
আবেদন পত্রDownload 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment